এট্রিবিউট কি

html এর জনক কে?

এট্রিবিউট (Attribute) HTML এর একটি অংশ যেমন, <h2 style="color: chocolate;">R IT FIRM</h2> এখানে এট্রিবিউট Attribute হলো বোল্ট করা অংশটুকু (color: chocolate)।

image

এট্রিবিউট কি? এবং এট্রিবিউট এর ব্যবহার নিচে সহজ ভাবে উপস্থাপন করা হয়েছে।👇

সূচিপত্র: এট্রিবিউট কি?

এট্রিবিউট কি?

এইচটিএমএল html এর আউটপুটকে বিভিন্নভাবে নানান ডিজাইনের ডিজাইন করার জন্য যেই কোডগুলো ব্যবহার করা হয়, সেই কোডগুলো এট্রিবিউট। আপনার যদি এখনো এট্রিবিউট কি তা বুঝতে সমস্যা হয় তাহলে কয়েকটি এট্রিবিউট দেখুন।

attribute valun
color: width; width
background-color: black; black;
width: 100%; 100%;
text-align: center; center;

আরো পড়ুন: cpa marketing ki -  অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

এট্রিবিউট এর উদাহরণ/ ব্যবহার

html কোডিং করার সময় সাধারণত যেভাবে আমরা লিখি. আর যেভাবে দেখায়

image
এট্রিবিউট এর উদাহরণ

My First Heading লেখাটা একটি স্টাইলে. এবং ছোট করে My First Heading আরেকটা স্টাইল দুটো আলাদা আলাদা।

নিশ্চয় আপনার খেয়াল করেছেন প্রথমের h2 ট্যাগে বেশ কিছু এড্রিবিউট দেওয়া আছে এবং p ট্যাগে কোন এড্রিবিউট দেওয়া নেই।

শেষ কথা / উপসংহার

আপনাদেরকেএট্রিবিউট কি তা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা জানতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে।

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন 👇🏼 (Share it)

Before. পূর্বের পোস্ট দেখুন After. পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url