html এর জনক কে - html এর ১টি উদাহরণ

আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি [Information and communication Technology] (ICT) বিভাগে html এর গুরুত্ব অপরিসীম। আমাদের অনেকের প্রশ্ন html এর জনক কে? html এর জনক টিম বার্নাস-লী। বিস্তারিত 👇

image
html এর জনক কে?

সূচিপত্র: html এর জনক কে?

hmtl অর্থ কি?

hmtl অর্থ কি? এইচ,টি,এম,এল, এর অর্থ: Hyper Text Markup Language) {html} বাংলা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।

একটা ওয়েব পেজের মূল গঠন তৈরি হয় এইচটিএমএল (html) দিয়ে। আপনারা মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করার সময় বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করেন। যেমন: facebook, youtube, ritfirm, ইত্যাদি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এক এক ওয়েবসাইট দেখতে এক এক রকম। এর পিছনে মূল কারণ এইচটিএমএল (html) & (css)।

hmtl অর্থ কি? জানলাম এবার html এর জনক কে এবং এইচটিএমএল এর কিছু গুরুত্বপূর্ণ কথা জানবো ইনশাআল্লাহ।

html এর জনক কে?

জেনেভার সার্ন কাজ করার সময় টিম বার্নাস-লী সর্বপ্রথম (এইচটিএমএল html) আবিষ্কার করেন। এরপর ১৯৯০ সালে NCSA কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজার এর মাধ্যমে HTML পরিচিতি লাভ করে।

এরপর ১৯৯৭ সালে WC3 কর্তৃক প্রথম ডেভেলপ্রিত HTML3.2 ভার্সন প্রকাশিত হয়। এরপর আবারও HTML3.2 থেকে HTML4.2 তে ডেভেলপ করে। এরপর সর্বশেষ ২০১০ সালে HTML 5 পরিচিতি লাভ করে।

আরো পড়ুন: cpa marketing ki - অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

যতই দিন যাচ্ছে প্রযুক্তির উন্নতি হচ্ছে এটা আমাদের অনেকেরই চোখে পড়ে কিন্তু উন্নতির পিছনে কারণগুলো, পয়েন্টগুলো, ছোট ছোট বিষয়গুলো অনেকেই জানিনা।

আলহামদুলিল্লাহ, html এর জনক কে এবং কত সালে এইচটিএমএল এর যাত্রা শুরু অগ্রগতি ডেভেলপ ইত্যাদি বিষয় জানলাম। এবার আপনাদেরকে HTML সম্পর্কে ছোট্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ধারণাটি আপনাকে HTML কি? তা বুঝতে সহজ হবে।

শেষ কথা

এইচটিএমএল HTML কে দুই ভাগে ভাগ করা হয়েছে সহজ ভাবে বোঝালে মাথা আর বডি। আমরা দালান তৈরি করার সময় রড, সিমেন্ট, ইট, পাথর দিয়ে দালান তৈরি করি। এরপর বিভিন্ন রং দিয়ে ফার্নিচার দিয়ে দালান বা ঘর সাজাই। ঠিক তেমন HTML রড, সিমেন্ট, ইট, পাথর আর CSS রং, ফার্নিচার ইত্যাদি। আশা করি আপনার উত্তর পেরেছেন। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে রাখুন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

উদাহরণ👇

image
HTML

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন 👇🏼 (Share it)

Before. পূর্বের পোস্ট দেখুন After. পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url