নুরানী কায়দা শিক্ষা বই
بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে তা শেখায়। সহীহ বুখারী, হাদীস নং, ৫০২৭। আলহামদুলিল্লাহ, আমরা এই কন্টেন্টিটিতে নুরানী কায়দা শিক্ষা বই এর মাধ্যমে শুদ্ধ কুরআন পড়া শিখব, ইনশাআল্লাহ।
আপনার হয়তো অনেকেই জানেন, কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। এবং কোরআন শিক্ষার অসংখ্য ফজিলত রয়েছে, এছাড়াও নফল ইবাদতের ভিতর উত্তম এবাদত কোরআন তেলাওয়াত। সেজন্য অবশ্যই আমরা কোরআন শিক্ষার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
শুদ্ধভাবে কোরআন পড়ার জন্য ২৪ টি ছবক্ব দেওয়া হয়েছে।👇 এই ২৪ টি ছবক্ব কমপ্লিট করতে পারলেই আপনারা শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ।
সূচিপত্র: নুরানী কায়দা শিক্ষা বই
- আরবি বর্ণমালা - আরবি বর্ণমালা পরিচয়
- আরবি বর্ণমালা উচ্চারণের নিয়ম
- আরবি হরফের মাথার পরিচয় এবং তমীযের অর্থ দুই হরফের পার্থক্য
- আরবি ২৯ টি হরফের ৮ টি ভাগ
- মুরাক্বাব বা যুক্ত হরফের পরিচয়
- হরকতের পরিচয়
- হরকতের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য - মুরাক্কাব
- তানবীনের পরিচয়
- তানবীনের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য - যুক্ত হরফের উচ্চারণ
- জাযমের পরিচয়
- ক্বলক্বলার পরিচয়
- মদের হরকতের পরিচয় - গঠিত শব্দসমূহ
- মদের হরফের পরিচয় - গঠিত শব্দসমূহ
- মদ্দে বদলের পরিচয় - লীনের হরফের পরিচয়
- মদ্দে লীনের পরিচয়, এওয়াজের পরিচয়, মদ্দে আরযীর পরিচয়, মদ্দে মুনফাসিলের পরিচয়।
- তাশদীদের পরিচয় - ওয়াজিব গুন্নাহর পরিচয় - ৪ আলিফ মদ ৫ প্রকার।
- মদ্দে মুত্তাসিলের পরিচয় - মদ্দে লাজিম ক্বালমী পরিচয় - মদ্দে লাজিম হরফী এর পরিচয়।
- মদ্দে লাজীম হরফী মুখাফ্ফাফ এর পরিচয় - নুন সাকিন ও তানবিনের বিবরণ - ঈদগাম বা গুন্নাহর পরিচয়।
- ইদগামে বেল-গুন্নাহর পরিচয় - ইযহারে হাকীকী'র পরিচয় - ইখফায়ে হাকীকী'র পরিচয় - ইযহারে মতলাকের পরিচয়।
- মিম সাকিনের বিবরণ - ইখফায়ে শাফবী'র পরিচয় - ইদ্গামে শাফবী'র পরিচয়
- ( ر ) পড়িবার নিয়ম - ( ر ) ৪ অবস্থায় বারিক করে পড়তে হয়।
- আরো... ৪২, ৪৩, ৪৪ নং ছবক্ব।
- আলিফে যায়েদার পরিচয় - লাহনের পরিচয় - সিকতার বর্ণনা - ص .س লেখা পড়ায় তারতম্য।
- মাখরাজের বর্ণনা
- শেষ কথা
আরবি বর্ণমালা - আরবি বর্ণমালা পরিচয়
بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ
ج | ث | ت | ب | ا |
ر | ذ | د | خ | ح |
ض | ص | ش | س | ز |
ف | غ | ع | ظ | ط |
ن | م | ل | ك | ق |
* | ي | ء | ه | و |
আরবি বর্ণমালা উচ্চারণের নিয়ম
আরবি বর্ণমালা উচ্চারণের নিয়ম তিন প্রকার;
(১) দুইটি হরফ আলিফ এবং হামযা টান হবে না। (২) ১২ টি হরফের উচ্চারণ এক আলিফ টান হবে। (৩) ১৫ টি হরফে উচ্চারণের সময় তিন আলিফ টান হবে।
হরফগুলো তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ১, ২ এবং ৩।
আরবি হরফের মাথার পরিচয় এবং তমীযের অর্থ দুই হরফের পার্থক্য
আরবি ২৯ টি হরফের ৮ টি ভাগ
আরবি বর্ণমালার ২৯ টি হরফকে লেখিয়া শিক্ষা দেওয়ার সুবিধার্থে নিম্নে ৮ ভাগে তরতিব দেওয়া হয়েছে।
س , ش ,ص ,ض, | ৫ | ا,م ,ط ,ظ | ১ |
ن, ق, ل | ৬ | ب ,ت ,ث ,ف, ك | 2 |
ء, ع, غ | ৭ | ج, ح, خ | ৩ |
ه, ي | ৮ | ر ,ز, و, د, ذ | ৪ |
মুরাক্বাব বা যুক্ত হরফের পরিচয়
ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্বাব বলে। আরবি হরফ গুলি মিলিত অবস্থায় তাহার ডান দিকের মাথা দেখিয়া চিনিতে হয়।
হরকতের পরিচয়
হরকত কাকে বলে? হরকত এক যবর, এক যের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আলিফে যবর, যের, পেশ জযম থাকিলে ঐ আলিফকে হামজা বলে। যথাঃ👇
হরকত |
হরকত |
হরকতের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য - মুরাক্কাব
তানবীনের পরিচয়
তানবীনের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য - যুক্ত হরফের উচ্চারণ
জাযমের পরিচয়
ক্বলক্বলার পরিচয়
ক্বলক্বলার হরফ পাঁচটি ( ق .ط .ب .ج .د ) এই ৫টি হরফে জযম হইলে ক্বলক্বলা করিয়া পড়িতে হয়। ক্বলক্বলার হরফে ওয়াক্বাফ হইলেও ক্বলক্বলাহ কোরিয়া পড়িতে হয়। অর্থাৎ মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়তে হয়।👇
মদের হরকতের পরিচয় - গঠিত শব্দসমূহ
মদের হরফের পরিচয় - গঠিত শব্দসমূহ
মদ মানে টানিয়া পড়া। এক আলিফ মদ চার প্রকার: (১) মদ্দে ত্ববায়ী (২) মদ্দে বদল (৩) মদ্দে লীন (৪) মদ্দে এওয়াজ, মদের হরফ ( ا .و .ى ) তিনটি।
যবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, যেরের বাম পাশে জযম ওয়ালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জযম ওয়ালা ওয়াও মদের হরফ।
মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মদ্দে ত্ববায়ী বলে। যথা👇
মদ্দে বদলের পরিচয় - লীনের হরফের পরিচয়
হামযার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যে মদ পড়া যায় তাহাকে মদ্দে বদল বলে। (১৯)
লীনের হরফ ( و .ى ) যবরের বাম পাশে জযম ওয়ালা ( ওয়াও. و ) লীনের হরফ হয়। যবরের বাম পাশে জযম ওয়ালা ( ইয়া. ى ) লীনের হরফ হয়। লীনের হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। (২০)
মদ্দে লীনের পরিচয়, এওয়াজের পরিচয়, আরযীর পরিচয়, মুনফাসিলের পরিচয়।
লীনের হরফে বামের হরফে ওয়াক্ফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লীন বলে। (২১👇)
ة ব্যতীত ـً যবর ওয়ালা হরফে ওয়াক্ফ করিলে এক যবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে এওয়াজ বলে। (২২👇)
তিন আলিফ মদ দুই প্রকার। (১) মদ্দে আরযী ও (২) মদ্দে মুনফাসিল। মদের হরকত বা মদের হরফের বামের হরফে ওয়াক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মদ্দে আরযী বলে। (২৩👇)
মদের হরকত বা মদের হরফের উপর চিকন ( ~ ) চিহ্ন বামে ভিন্ন শব্দ লম্বা ( ا ) হামযা আসিলে মদ্দে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে মুনফাসিল বলে। (২৪👇)
তাশদীদের পরিচয় - ওয়াজিব গুন্নাহর পরিচয় - ৪ আলিফ মদ ৫ প্রকার
তাশদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার নিজের ডান দিকের হরকতের সঙ্গে। দ্বিতীয় বার তাহার নিজের হরকতের সঙ্গে।
হরকতের বামে নুনে বা মীমে তাশদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়। ইহাকে ওয়াজিব গুনাহ বলে। গুনাহ বলে নাকের ভিতর গুণ গুণ আওয়াজ দিয়ে পড়াকে গুনাহ এক আলিফ টানিয়া পড়তে হয়। বিঃ দ্রঃ - প্রত্যেক গুনাহই এক আলিফ alif টানিয়া পড়িতে হয়। যথাঃ ইখফা, ইদগামে বা গুনাহ, ইখফায়ে শাফবী ইত্যাদি।
মদ্দে মুত্তাসিলের পরিচয় - মদ্দে লাজিম ক্বালমী পরিচয় - মদ্দে লাজিম হরফী এর পরিচয়
মদ্দে লাজীম হরফী মুখাফ্ফাফ এর পরিচয় - নুন সাকিন ও তানবিনের বিবরণ - ঈদগাম বা গুন্নাহর পরিচয়।
ইদগামে বেল-গুন্নাহর পরিচয় - ইযহারে হাকীকী'র পরিচয় - ইখফায়ে হাকীকী'র পরিচয় - ইযহারে মতলাকের পরিচয়।
ইদগামে বেল-গুন্নাহর পরিচয় - ইযহারে হাকীকী'র পরিচয় - ইখফায়ে হাকীকী'র পরিচয় - ইযহারে মতলাকের পরিচয়।
ر পড়িবার নিয়ম - ( ر ) ৪ অবস্থায় বারিক করে পড়তে হয়।
আরো... ৪২, ৪৩, ৪৪ নং ছবক্ব।
আলিফে যায়েদার পরিচয় - লাহনের পরিচয় - সিকতার বর্ণনা - ص .س লেখা পড়ায় তারতম্য।
মাখরাজের বর্ণনা
শেষ কথা
আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই ২৪ টি ছবক্ব, কমপ্লিট করেছেন। চেষ্টা করলে তারা অবশ্যই শুদ্ধভাবে কুরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং যারা এখনো কমপ্লিট করতে পারেননি তারা প্রতিদিন অল্প অল্প করে জানার চেষ্টা করুন, ইনশাআল্লাহ সকলেই পারবেন।
ধন্যবাদ-Thanks
আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url