চোখ ওঠার ড্রপ - চোখ উঠলে করণীয় কি

রোগ ও সমস্যা

প্রায় আমাদের সকলেরই চোখ উঠে, সেজন্য চোখ উঠলে করণীয়, চোখ ওঠার ড্রপ, লক্ষণ সমূহ, চিকিৎসা সহ ইত্যাদি বিষয় আমাদের জেনে থাকা দরকার। সেজন্য এই কন্টেন্টটিতে চোখ উঠলে কি কি করতে হয় সমস্ত কিছু আলোচনা করা হয়েছে।

image
চোখ ওঠার ড্রপ - চোখ উঠলে করণীয় কি

সূচিপত্র: চোখ ওঠার ড্রপ - চোখ উঠলে করণীয় কি?

চোখ ওঠা কি?

চোখের সাদা অংশের প্রদাহকে চোখ উঠা বলে, এবং ইংরেজিতে  (conjunctivitis) কনজাংটিভাইটিস বলে।

image
চোখ ওঠা কি

চোখ ওঠার কারণ ও প্রকারভেদ

চোখ ওঠার বেশ কিছু কারণ রয়েছে কারণগুলো নিচে উপস্থাপন করা হলো।

  • ভাইরাস সংক্রান্ত
  • জীবাণু ঘটিত
  • এলার্জি জনিত
  • নবজাতকের চোখ উঠা
  • আঘাত জনিত

এই কয়েকটি কারণেই চোখের সাদা অংশ লাল হয়ে যাই।

লক্ষণ সমূহ  (conjunctivitis symptoms)

চোখের সাদা অংশ লাল হয়, পানি পড়ে, চুলকায়, ব্যথা হয় এবং আলোর দিকে তাকাতে অসুবিধা হয়।

জীবাণু ঘটিত প্রদাহে উপরে উল্লেখিত অসুবিধা ছাড়াও চোখে পুঁজ হয়।

আরো পড়ুন: সিফিলিস রোগের লক্ষণ

কখনো কখনো নবজাতকের চোখ উঠা রোগে আক্রান্ত হয়। কনজাংটিভাইটিস রোগে শিশু তাকাতে পারে না। চোখে অনেক পুঁজ হয়।

এই অসুখে অনেক সময় অল্প অল্প জ্বর হয়।

চোখে (foreign body sensation) জ্বালাপোড়া ও অস্বস্তি অনুভূতি হয়।

চিকিৎসা (treatment) - চোখ ওঠার ড্রপ / চোখ উঠলে করণীয় কি?

দিনে বা রাতে যখন চোখ জড়িয়ে যায়, তখন ক্লোরামফেনিকল ড্রপ, (chloramphenicol eye drops) ১০ - ২০ বার বা সালফাসিটামাইড ড্রপ দিনে ৩ - ৪ বার এবং রাতে ১-টেট্রাসাইক্লিন মলম, কাপড় বিশুদ্ধ পানিতে ভিজিয়ে বারবার খুব আসতে চোখ মুছে দিন। যদি এক চোখে ওঠে তাহলে ঐ তুলা বা কাপড় ভালো চোখে লাগাবেন না।

image
conjunctivitis eye drops

চোখ উঠলে করণীয় কি - প্রতিরোধ - resistance

চোখ ওঠা রোগীকে অন্যদের থেকে আলাদা রাখুন কারণ সহজে এ রোগ সংক্রমিত হয়। রোগীর গামছা বা তোয়ালে অন্যরা ব্যবহার করবে না। চোখে হাত দেওয়ার আগে এবং পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

আরো পড়ুন: খাবার স্যালাইন বানানোর নিয়ম

চোখ ওঠা রোগী প্রখর রোদে ঘোরাফেরা করবেন না বা বাতাস লাগাবেন না। ধুলাবালি কিছুতেই যেন চোখে না পড়ে সেদিকে নজর রাখবেন। এ সময় রঙ্গিন চশমা ব্যবহার করা ভালো। খাল বিল বা পুকুরে গোসল করবেন না।

শেষ কথা

আলহামদুলিল্লাহ, আপনি যদি সম্পন্ন কনটেন্টে পড়ে থাকেন তাহলে চোখ ওঠার ড্রপ এবং চোখ উঠলে করণীয় কি? এ বিষয়গুলো স্বচ্ছ ভাবে বুঝতে পেরেছেন। চোখের যত্ন নিন এবং চোখ সুস্থ রাখতে খাওয়ার তালিকায় বেশি বেশি সবুজ শাকসবজি রাখুন।

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন 👇🏼 (Share it)

Before. পূর্বের পোস্ট দেখুন After. পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url