ইব্রাহিম আঃ এর বিবাহ

ইসলামিক

ইব্রাহিম আঃ আমাদের মুসলিম জাতির পিতা এ কথা আমরা অনেকেই জানি। ইব্রাহিম আঃ অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ঠিক তেমনি অনেক বড় বড় পুরস্কার পেয়েছেন যেমনঃ রাজার মেয়ের রাজকুমারীর সাথে ইব্রাহিম আঃ এর বিবাহ, অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আঃ বেরিয়ে আসা, ইত্যাদি। এই কনটেন্ট এর মাধ্যমে ইব্রাহিম আঃ এর বিবাহ সম্পর্কে জানবেন।

image

সূচিপত্র: ইব্রাহিম আঃ এর বিবাহ

ইব্রাহিম আঃ এর বিবাহ

ইব্রাহিম আঃ এর বিবাহ, নমরুদের আগুনের কুন্ডলী থেকে বেরিয়ে হযরত ইব্রাহিম আঃ আল্লাহর নির্দেশে সিরিয়া অভিমুখে যাত্রা শুরু করেন। ইব্রাহিম আঃ কে রাজকুমারী সাইরা স্বামী হিসেবে নির্বাচন করেন। এবং রাজকুমারী সাইরার সঙ্গে ইব্রাহিম আঃ এর বিবাহ সম্পন্ন  হয় । 👇

ইব্রাহিম আঃ এর বিবাহ সাইরার সঙ্গে

ইব্রাহিম আঃ অগ্নিকুণ্ড থেকে বের হয়ে নমরুদের রাজধানী বাবেল ছেড়ে অজানার উদ্দেশ্যে যাত্রা করলেন। মিলে গেলেন অচেনা পথিক দূর-দূরান্তেরের যাত্রী কাফেলায়। যাত্রীদল চলছে তিনিও চলেছেন তাদের সাথে। গিয়ে হাজির হলেন সুসজ্জিত বিরাট মাঠে। চতুর্দিক হতে নানান বেশভূষায় সজ্জিত হয়ে দলে দলে আসতে লাগল রাজপুত্র, বাদশাহ পুত্র, উজিরপুত্র, ধনী পুত্র, বণিক পত্র, কেউ প্রার্থী কেউ দর্শনার্থী।

ইব্রাহিম আঃ জানতে পারলেন, এখানকার রাজকন্যার বিয়ে। তিনি নিজেই স্বামী নির্বাচন করবেন। তাই এত লোকদের সমাগম, এত আয়োজন। ইব্রাহিম আঃ চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকলেন। রাজকুমারী সাইরা স্বামী নির্বাচনে বেরিয়ে পড়লেন সখীদের নিয়ে। তিনি প্রার্থীদের নিরীক্ষণ করতে করতে চললেন সম্মুখ পানে, সাদাসিদা পোশাকে সুদর্শন চেহারার ইব্রাহিম আঃ এর প্রতি, রাজকুমারীর ইব্রাহিম আঃ কেই পছন্দ করেছে।

আরো পড়ুন: বিয়ে করার নিয়ম

ইব্রাহিম আঃ রাজদরবারে আহ্বান করল। রাজা সহ সভাসষদগণ রাজকুমারীর পছন্দের স্বাগতম জানালেন। অবিলম্বে রাজকুমারী সাইরার সঙ্গে ইব্রাহিম আঃ এর বিবাহ সম্পন্ন হল। ইব্রাহিম আঃ আবারও আল্লাহর করুণার প্রতি কৃতজ্ঞতায় বগলিত হলেন। এত ঐশ্বর্যশালী সুসজ্জিত রাজকুমার, সম্পদশালী হোমরাচোমরা প্রার্থী বাদশাহজাদা থাকতে, কপর্দকহীন অজ্ঞাতকুলশীল সাদাসিদা আমাকেই কিনা সুন্দরী রাজকন্যা পছন্দ করেছে। সবই সৃষ্টিকর্তার পূর্বনির্ধারিত পরিকল্পনা, অপার মহিমা।

এক নজরে অনেক কিছু👉 এখানে ক্লিক করুন

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন 👇🏼 (Share it)

Before. পূর্বের পোস্ট দেখুন After. পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url