জ্বরের এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম - জ্বরের দোয়া

রোগ ও সমস্যা

অসুস্থতা আমাদের সুখ ভোগ বিলাসিতা সব কিছুই নষ্ট করে দেয়। অনেকগুলো অসুস্থতার মাধ্যমে একটি হল (fever) জ্বর। আজকে আমরা জ্বরের এন্টিবায়োটিক ট্যাবলেট বা জ্বরের ঔষধের নাম এবং জ্বরের দোয়া উপস্থাপন করব ইনশাআল্লাহ।

image
জ্বরের এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম বা জ্বরের ঔষধের নাম - জ্বরের দোয়া

অনেকেই আলাদা আলাদা ভাবে জানতে চাই, জ্বরের দোয়া বাংলা, জ্বরের দোয়া আরবি, বাচ্চাদের জ্বরের দোয়া, জ্বর থেকে মুক্তির দোয়া, ইত্যাদি। এসব প্রশ্নের সবগুলোই উত্তর থাকছে এই কনটেন্টে.

পেজ সূচিপত্র : জ্বরের এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম বা জ্বরের ঔষধের নাম - জ্বরের দোয়া

fever dua in islam - জ্বরের দোয়া

আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দোয়া শিখতে যাচ্ছি, আপনাদের জ্বর ভালো করার জন্য সেফা দিতে যথেষ্ট কার্যকরী জ্বরের  দোয়া।

ربنا اكشف عن الرجز ان مؤمن

image
fever dua in islam - জ্বরের দোয়া

উচ্চারণ : রব্বানাকশিফ আন্নার রিজ্‌-জা ইন্না মু-উ-মিনুন।

অর্থ : হে আমাদের প্রভু আমাদের নিকট থেকে আজব প্রসারিত করে, অবশ্যই আমরা বিশ্বাসী।

بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

উচ্চারণ : বিসমিল্লাহিল কাবির আয়ুযু বিল্লাহিল আজিম মিন শাররি কুল্লি ইরকিন নয়ারিন ও মিন শাররি হাররিন নার।

অর্থ : আমি মহান আল্লাহর নামে শুরু করছি, এবং আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, অর্থাৎ অভিশপ্ত যন্ত্রণাদায়ক ব্যাথা থেকে আশ্রয় চাচ্ছি।

قلنا يانا ركوني بردا وسلاما على ابراهيم

image
fever dua in islam জ্বরের দোয়া

উচ্চারণ : কুলনা ইয়ানা রুকনি, বার দাওঁ অ'সালামান আলা ইব্রাহীম।

আরো পড়ুন: সকল রোগ থেকে মুক্তির দোয়া

তিন নাম্বার এই দোয়াটি এবং সূরা ফাতিহা ও ইখলাস ৩ বার পড়ে পানিতে ফু দিয়ে খেলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।

অসুস্থ হলে আমরা অনেকেই হতাশ হয়ে যাই, অনেক কিছু ভাবতে থাকি। আর আল্লাহতায়ালা বলছেন আমার বান্দা কখনো হতাশ হয় না।

আমার নবী আপনার নবী আমাদের প্রাণপ্রিয় হযরত মুহাম্মদ (সা:) এরও জ্বর হয়েছিল। এমনকি এত পরিমাণ জ্বর হয়েছিল যে তিনি মাঝে মাঝে দেহুশ হয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন, অসুস্থতার সময় ধৈর্য ধারণ করুন আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন।

হয়তো আপনি আল্লাহ তায়ালার একজন পছন্দের বান্দা আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছে। আল্লাহ তাআলার পছন্দের বান্দাদের মধ্যে একজন হওয়া এটা আপনার আমার আমাদের সকলের জন্য সৌভাগ্য।

জ্বরের এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম বা জ্বরের ঔষধের নাম

অসুস্থ হলে ওষুধ এবং সেবা দুটোরই প্রয়োজন আল্লাহ চাইলে আপনাকে সুস্থ করে দিতে পারে কিন্তু কিভাবে সুস্থ করবেন তিনি ভালো জানেন! আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দোয়ার পাশাপাশি ওষুধ ও ব্যবহার করবেন নিচে জ্বরের এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম বা জ্বরের ঔষধের নাম দেওয়া হলো।

বাজারে যেসব নামে পাওয়া যায়

  1. Napa - নাপা
  2. Ace - এইস
  3. Fast - ফাস্ট ফাস্ট ইত্যাদি

বাজারে যেসব অবস্থায় পাওয়া যায়

  1. Tablet - ট্যাবলেট, Extar, Extend, XR
  2. Syrup - সিরাপ
  3. Padiatic Drop - পেডিয়েটিক ড্রপ
  4. Supogitory - সাপোজিটরী

Supogitory - সাপোজিটরী ব্যবহার (fever medicine)

ছোটদের জন্য ১২৫, মধ্য বয়সের মানুষের জন্য ২৫০, বড়দের জন্য ৫০০ mg , Supogitory - সাপোজিটরী মলদ্বারে ব্যবহার করা হয়। Supogitory - সাপোজিটরী ব্যবহারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মজার ব্যাপার অতিরিক্ত জ্বর হলে খুব তাড়াতাড়ি এর ফলাফল পাওয়া যায়।

শেষ কথা

জ্বরের দোয়া গুলো উপস্থাপন করেছি বাচ্চাদের জ্বর ভালো করতে এবং বড়দের জ্বর ভালো করতে সকলের জন্য কল্যাণকর। এবং যাদের প্রচন্ড জ্বর তাদের খুবই দ্রুত জ্বর কমাতে Supogitory - সাপোজিটরী খুবই কার্যকর হবে ইনশাআল্লাহ।

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন 👇🏼 (Share it)

Before. পূর্বের পোস্ট দেখুন After. পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url