মুমিন কাকে বলে ঈমানের ফল কি - সাতটি গুণ
মুমিন একটি আরবি শব্দ যা ঈমান থেকে এসেছে। মুমিন অর্থ বিশ্বাসী আল্লাহ এবং রসূলের প্রতি অদৃশ্য এক বিশ্বাস যা চিরো এক সত্তা যা আমরা পরিপূর্ণ মনে প্রাণে বিশ্বাস করি তাকেই মুমিন বলে।
মুমিন কাকে বলে ঈমানের ফল কি? এই বিষয়ে কুরআন থেকে অল্প একটু আলোচনার মাধ্যমে মুমিন কাকে বলে ঈমানের ফল কি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ।
পেজ সূচিপত্র: মুমিন কাকে বলে ঈমানের ফল কি
মুমিন কাকে বলে?
মুমিন একটি আরবি শব্দ যা ঈমান থেকে এসেছে। মুমিন অর্থ বিশ্বাসী আল্লাহ এবং রসূলের প্রতি অদৃশ্য এক বিশ্বাস যা চিরো এক সত্তা যা আমরা পরিপূর্ণ মনে প্রাণে বিশ্বাস করি তাকেই মুমিন বলে।
আরো পড়ুন: সূরা ফাতিহা শানে নুযুল - সূরা ফাতিহার ফজিলত ও আমল
একজন মুমিনের বেশ কিছু গুণ রয়েছে সেই গুণগুলো আল্লাহ তায়ালা কোরআনে সূরা মুমিনুন বলছেন, اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالد
মুমিনের সাতটি গুণ
اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالد
আল্লাহ রাব্বুল আলামীন বলেন যে এই সাতটি গুণ মানতে পারবে সে জান্নাতুল ফেরদাউস লাভ করবে
শানে নুযূল: আসুন আগে আমরা জেনে নিই এই সূরা মুমিনটি কিভাবে নাযিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ছিলেন তখনই মৌমাছির গুনগুন আওয়াজ হচ্ছিল
হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসছিলেন তিনি মৌমাছির আওয়াজ শুনতে পাচ্ছিলেন সে খুঁজছিল কোথায় মৌমাছি আছে ওহি সম্পূর্ণ নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন এখুনি মুমিনের গুণের সাতটি আয়াত নাজিল হলো।
সাতটি গুণ?
আলোচ্য সূরা মুমিনুন এর প্রথমে মুমিনের যে সাতটি গুণের কথা উল্লেখ্য করা হয়েছে তা হলো👇।
আরো পড়ুন: বারাকাহ্ অর্থ কি?
قد افلح المؤمنون নিশ্চয় সফলতা অর্জন করেছে মুমিনগণ।
- (১) الذين هم في صلاتهم خاشعون যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত।
- (২) والذين هم عن اللغوي معرضون যারা অযথা কাজ থেকে বিরত থাকে।
- (৩) الذين هم للزكاه فاعل আর যারা সঠিকভাবে যাকাত প্রদান করে।
- (৪) والذين هم لفروجهم حافظون যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে।
- (৫) والذين هم لاماناتهم আর যারা আমানত রক্ষা করে।
- (৬) وعهدهم راعون এবং যারা প্রতিশ্রুতি রক্ষা করে অর্থাৎ কাউকে দেওয়া কথা রক্ষা করে
- (৭) والذين هم على صلاتهم يحافظون এবং যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে
اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدن আল্লাহ রাব্বুল আলামীন বলেন যে এই সাতটি গুণ মানতে পারবে সে জান্নাতুল ফেরদাউস লাভ করবে আর সেখানে অনন্তকাল থাকবে।
শেষ কথা
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে মুমিন এর গুণগুলো পরিপূর্ণ বোঝার ও মানার তাওফিক দান করুন আমীন। এবং আমরা যেন আরো বেশি বেশি কোরআন থেকে শিক্ষা অর্জন করে নিজের জীবনে এবং সমাজে উন্নয়ন করতে পারি, আমীন।
ধন্যবাদ-Thanks
আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url