কিওয়ার্ড কি কত প্রকার? - কিওয়ার্ড রিসার্চের সেরা ১০ টি টুলস

কিওয়ার্ড কি, কত প্রকার? কিওয়ার্ড রিসার্চের সেরা ১০টি টুলস সম্পর্কে কি আপনি জানতে চান? তাহলে এই আর্টিকেলটি রয়েছে আপনারই জন্য। এগুলো ছাড়াও আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে আপনি জানতে পারবেন কিওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব কি, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চের ফ্রি ও পেইড টুলস এর মধ্যে কোনটি ভালো ইত্যাদি বিষয়ের বিস্তারিত আলোচনা।

image

তাই সুপ্রিয় পাঠক, চলুন কথা না বাড়িয়ে কিওয়ার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ এ সকল বিষয় পর্যায়ক্রমে আমরা জেনে নেই।

সূচিপত্র: কিওয়ার্ড কি, কত প্রকার? কিওয়ার্ড রিসার্চের সেরা ১০টি টুলস

(নিচের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন)

কিওয়ার্ড কি - কিওয়ার্ড কাকে বলে?

আধুনিক যুগ ইন্টারনেটের যুগ। বর্তমানে নেট ছাড়া আমরা আমাদের জীবনকে অনেকটা কল্পনাই করতে পারিনা। শহর, গ্রাম সর্বত্রই মানুষ এখন নেট ব্যবহার করে থাকে। তাই আমাদের মনে কোন প্রশ্ন জাগলে বা কিছু জানতে চাইলে আমরা তাৎক্ষণিক সার্চ ইঞ্জিনে তা লিখে জানতে চাই।

সার্চ ইঞ্জিনে আমাদের জিজ্ঞাসু মনের এসব প্রশ্ন এক বা একাধিক শব্দ অথবা বাক্যাংশ দ্বারা করা হয়। আর এ শব্দ বা বাক্যাংশই SEO এর ভাষায় কিওয়ার্ড নামে পরিচিত।

এককথায়, কিওয়ার্ড হচ্ছে এক বা একাধিক শব্দের সমাহার যা কিছু জানার জন্য সার্চ ইঞ্জিনে লিখা হয়। আর্টিকেল লেখা, ওয়েবসাইটের ক্ষেত্রে, SEO করার ক্ষেত্রে কিওয়ার্ড এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

কিওয়ার্ড কত প্রকার ও কি কি?

কিওয়ার্ড এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব।

ধরন অনুযায়ী কিওয়ার্ড দুই প্রকার। যথা :

  1. শর্ট-টেইল কিওয়ার্ড (Short-tail keyword) এবং
  2. লং-টেইল কিওয়ার্ড (Long-tail keyword)

শর্ট-টেইল কিওয়ার্ড (Short-tail keyword):

শর্ট টেইল কিওয়ার্ড সাধারণত ছোট হয়ে থাকে। এই কিওয়ার্ডের দৈর্ঘ্য এক বা দুই শব্দের মধ্যে হয়ে থাকে। অনেক সময় তিন শব্দেরও হয়। যেমন: আপনি গুগলের সার্চ অপশনে যেয়ে লিখলেন 'ফ্রিল্যান্সিং' - 'উদ্যোক্তা কি' - 'বিজনেস আইডিয়া' ইত্যাদি।

এগুলো সব শর্ট-টেইল কিওয়ার্ড। কমন ওয়ার্ড, আকারে ছোট, হাইলি কম্পিটিশন এবং সার্চ ভলিউম বেশি থাকায় শর্ট টেইল কিওয়ার্ডগুলো গুগলে র‍্যাংক করানো এতটা সহজ নয়। তবে একেবারে অসম্ভব নয়। আপনি যদি সঠিক নিয়ম নীতি মেনে কাজ করেন তবে অবশ্যই তা গুগলে র‍্যাংক করবে।

লং-টেইল কিওয়ার্ড (Long-tail keyword):

লং-টেইল কিওয়ার্ড গুলো শর্ট-টেইল কিওয়ার্ডের চেয়ে বড় হয়। এটি তিন এর অধিক শব্দ নিয়ে গঠিত হয়। সুপ্রিয় পাঠক, আপনি যদি অধিক পরিমাণে লিড জেনারেট করতে চান তাহলে লং টেইল কিওয়ার্ড ব্যবহার করতে পারেন।

লো কম্পিটিশন, সার্চ ভলিউম কম ও নির্দিষ্ট বিষয় সার্চ করা হয় বলে এই কীওয়ার্ড গুগলের র‍্যাংক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন: এবার আপনি গুগলের সার্চ অপশনে যেয়ে লিখলেন 'সিপিএ ডিজিটাল মার্কেটিং কি' - 'ধনী হওয়ার শক্তিশালী ১ টি আমল' ইত্যাদি। এগুলো হলো লং টেইল কিওয়ার্ড।

বৈশিষ্ট্যের ভিত্তিতে কিওয়ার্ড কয়েক প্রকারের হয়ে থাকে। যথা :

  1. লোকাল কিওয়ার্ড (Local keyword)
  2. রিলেটেড কিওয়ার্ড (Related keyword)
  3. ব্র্যান্ড কিওয়ার্ড (Branded keyword)
  4. নেগেটিভ কিওয়ার্ড (Negative keyword)
  5. এল এস আই কিওয়ার্ড (LSI keyword)
  6. মার্কেটিং বেইজড কিওয়ার্ড (Marketing based keyword)
  7. কম্পিটিশন বেইজড কিওয়ার্ড (Competition based keyword)

নিন্মে এগুলো আলোচনা করা হলো

image

লোকাল কিওয়ার্ড (Local keyword):

লোকাল কিওয়ার্ড হলো সেসব কিওয়ার্ড যেগুলো ব্যবহার করা হয় কোন নির্দিষ্ট ভূগোলিক স্থানের গ্রাহকদেরকে কেন্দ্র করে। সুপ্রিয় পাঠক, আপনি যদি একজন লোকাল বিজনেস ম্যান হন তাহলে এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে পারেন।

রিলেটেড কিওয়ার্ড (Related keyword) :

মেইন কিওয়ার্ড নয় কিন্তু তার সাথে সম্পর্কিত শব্দ বা বাক্যাংশই হল রিলেটেড কিওয়ার্ড। মেইন কিওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ডগুলো কয়েকভাবেই সম্পর্কিত হতে পারে।

মেইন এবং রিলেটেড কিওয়ার্ড গুলোর শব্দ আলাদা হলেও অর্থ একই হতে পারে। আবার প্রসঙ্গ দ্বারাও এগুলো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে।

ব্রান্ড কিওয়ার্ড (Branded keyword):

একটি ব্র্যান্ড সকলকে জানানোর জন্য বা পরিচিত করার জন্য যে কিওয়ার্ড ব্যবহৃত হয় তাই ব্র্যান্ড কিওয়ার্ড।

নেগেটিভ কিওয়ার্ড (Negative keyword):

SEM এর প্রচারে যেসব কিওয়ার্ড ব্যবহার করা হয় তাকে নেগেটিভ কিওয়ার্ড বলে। ধরুন, আপনার নিশ নারীদের কসমেটিক আইটেম। এখন বিজ্ঞাপন প্রদানের সময় আপনি 'পুরুষ' শব্দটি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে রাখতে পারেন।

এক্ষেত্রে কেউ যদি নারীদের কসমেটিক আইটেম খোঁজ করে তাহলে নারীদের সামনে বিজ্ঞাপন আসবে পুরুষদের সামনে যাবেনা। এতে করে আপনার বিজ্ঞাপন বাজেট অনেক সেভ হবে।

এল এস আই কীওয়ার্ড (LSI keyword):

(Latent semantic indexing keyword) এর সংক্ষিপ্ত রূপ LSI keyword। মূল কীওয়ার্ড এর সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে এসইওতে অন্যান্য কিওয়ার্ড এর তুলনায় এই কিওয়ার্ডের প্রায়োরিটি অনেক বেশি থাকে।

মার্কেটিং বেইজড কিওয়ার্ড (Marketing based keyword):

কোন কিছু কেনার জন্য যে কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয় তাকে মার্কেটিং বেইজড কীওয়ার্ড বলে। অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে অনেক ভিজিটর আসে কিন্তু সবাই কেনাকাটা করেনা। এক্ষেত্রে মার্কেটিং বেইজড কিওয়ার্ড দিয়ে এমন ভিজিটর আপনার ওয়েবসাইটে আনতে পারবেন যারা অধিকাংশই কেনাকাটা করবে।

কম্পিটিশন বেইজড কিওয়ার্ড (Competition based keyword):

যে সকল কিওয়ার্ড একই রকম প্রোডাক্ট বিক্রি করতে কোন বিক্রয়কারী ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা ব্যবহৃত হয় তাকে কম্পিটিশন বেইজড কিওয়ার্ড বলে।

কিওয়ার্ড রিসার্চ কি?

আমরা পূর্বেই জেনেছি কিওয়ার্ড হলো এক বা একাধিক শব্দের সমাহার যা কিছু জানার জন্য সার্চ ইঞ্জিনে লেখা হয়। আর কিওয়ার্ড রিসার্চ হল সার্চ ইঞ্জিনে ব্যবহৃত কিওয়ার্ড গুলো বিশ্লেষণ এবং খুঁজে বের করার একটি প্রক্রিয়ার নাম।

পাঠক, কীওয়ার্ড রিসার্চ প্রক্রিয়ার একটি অংশের উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি সার্চ ইঞ্জিন গুগলে 'বাংলা আর্টিকেল' লিখেন তাহলে এর পাশাপাশি আপনি নিচে দেখতে পাবেন 'বাংলা আর্টিকেল কি' 'বাংলা আর্টিকেল লেখার নিয়ম' সহ আরো অনেক কিওয়ার্ড যেগুলো গুগল আপনাকে সাজেস্ট করছে।

কীওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ?

কিওয়ার্ড রিসার্চ করার গুরুত্ব অনেক। সুপ্রিয় পাঠক আপনি যদি একটি আর্টিকেল লিখতে চান এবং আপনি চান যে সে আর্টিকেল গুগলে র‍্যাঙ্ক হোক তাহলে অবশ্যই আপনার আর্টিকেলে ব্যবহৃত কিওয়ার্ড, রিসার্চ এর মাধ্যমে নিতে হবে।

সাধারণত কি লিখে সার্চ ইঞ্জিনে মানুষ সার্চ করে তা আপনি অতি সহজেই কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে জানতে পারবেন। শুধু কি তাই, কে সার্চ করছে, তার লোকেশন কোথায়, যে কিওয়ার্ড সার্চ করা হচ্ছে তার সার্চ ভলিউম কত, সার্চ ডিফিকাল্টি কি সহ আরো স্পেসিফিক অনেক কিছুই জানা যায় এই কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে।

আপনার ওয়েবসাইট যদি একেবারে নতুন হয় তাহলে সেই নতুন ওয়েবসাইটটি সকলকে জানানোর কাজটি করে এই রিসার্চ কৃত কিওয়ার্ড।

কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়?

কষ্টের ফল মিষ্টি হয় এ কথা আমাদের সবারই জানা। কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রেও তাই। কিওয়ার্ড রিসার্চ করা খুব একটা কঠিন নয়। কিন্তু আপনি যদি চান আপনার কিওয়ার্ড টি সঠিক হোক, এর মান ভালো হোক তবে অবশ্যই আপনাকে এজন্য বেশি এফোর্ট দিয়ে কাজ করতে হবে।

আরো পড়ুন: জিমেইল পাসওয়ার্ড কিভাবে দেখবো? পাসওয়ার্ড দেখার ২টি ধাপ

  • বুদ্ধিমত্তার জয় গান সর্বত্রই আছে। কিওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে বুদ্ধিমত্তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় পাঠক, আপনার শানিত বুদ্ধিমত্তার দ্বারা আপনার বিজনেস সম্পর্কিত এ টু জেড লিস্ট করবেন। এই লিস্টে আপনি আপনার বিজনেস কি রকম, ওয়েবসাইট, আপনার পেজ, আপনার বিজনেস এর প্রোডাক্ট, ভিজিটরদের সার্চ কৃত শব্দ গুলো সহ সবকিছুই থাকবে।
  • কিওয়ার্ড রিসার্চ করার বিভিন্ন ধরনের টুলস রয়েছে। একটি কীওয়ার্ড এর কি পরিমাণ সার্চ ভলিউম রয়েছে, এর সার্চ ডিফিকাল্টি ইজি মিডিয়াম না হার্ড অথবা কত পারসেন্ট সেগুলো এই টুলস দ্বারা একদম পারফেক্টলি দেখতে পাওয়া যায়। এগুলো দেখে আপনি আপনার বুদ্ধিমত্তার প্রয়োগ করে কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন।
  • কীওয়ার্ড রিসার্চের কিছু টুলস ব্যবহার করে কিওয়ার্ড গ্যাপ এনালাইসিস করা যায়। এক্ষেত্রে টুলস ব্যবহার করে আপনার কয়েকজন কমপিটিটরের কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যারা আপনার চেয়ে বেটার পজিশনে আছে। এরপর আপনার কিওয়ার্ড এর সাথে সেগুলোর কম্পেয়ার করতে হবে। যেখানে যেখানে আপনার মিসিং আছে সেগুলো দেখতে হবে, গ্যাপ এনালাইসিস করতে হবে এবং একটি ভাল মানের কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে।

কিওয়ার্ড রিসার্চ এর সেরা ১০ টি টুলস এর নাম

সুপ্রিয় পাঠক, কিওয়ার্ড কি? কত প্রকার নিয়ে লেখা এই আর্টিকেলে এখন আমরা জানবো কিওয়ার্ড রিসার্চ এর সেরা ১০টি টুলস সম্পর্কে। নিন্মে কিওয়ার্ড রিসার্চ এর সেরা ১০টি টুলস এর নাম দেয়া হল:

  1. Semrush
  2. Ahrefs
  3. Moz keyword Explorer
  4. Google Trends
  5. Google AdWords: Keyword Planner
  6. Soovle
  7. keywordTool.io
  8. Keywords Everywhere
  9. Ubersuggest
  10. Google Search Console

কিওয়ার্ড রিসার্চের ফ্রি ও পেইড টুলস এর মধ্যে কোনটি ভালো

কিওয়ার্ড রিসার্চ এর যে টুলসগুলো রয়েছে সেগুলো মধ্যে কিছু রয়েছে ফ্রি টুলস আবার কিছু রয়েছে পেইড টুলস। সুপ্রিয় পাঠক, আপনি যদি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তা শিখতে চান, তাহলে প্র্যাকটিসের জন্য কিওয়ার্ড রিসার্চের ফ্রি টুলস ব্যবহার করতে পারেন।

ফ্রি টুলস ব্যবহার করলে অল্পসংখ্যক কিওয়ার্ড পাওয়া যায়। আর পেইড টুলস ব্যবহার করলে অনেক কীওয়ার্ড পাওয়া যায়। যারা প্রফেশনাল ভাবে কাজ করবেন এবং মান সম্মত কিওয়ার্ড নির্বাচন করতে চায় তারা অবশ্যই কীওয়ার্ড রিসার্চ এর পেইড টুলস ব্যবহার করবেন।

লেখকের শেষ কথা - উপসংহার

পরিশেষে বলা যায়, কিওয়ার্ড কি? কত প্রকার কিওয়ার্ড রিসার্চের নিয়ে লেখা আর্টিকেলটি আশা করি আপনি পুরোটাই পড়েছেন এবং কিওয়ার্ড নিয়ে আপনার মনে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন।

মূলত SEO এর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আজকের আর্টিকেলটি পড়ে আপনার কাছে ভালো লাগলে প্লিজ তা অন্যদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। (1219)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
Comment মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url