ফ্রিল্যান্সার কাকে বলে - ফ্রিল্যান্সার ইমোজি ১টি ফাইল

ফ্রিল্যান্সার কাকে বলে? এবং ফ্রিল্যান্সার ওয়েবসাইটের জন্য ব্যবহারযোগ্য ইমোজির একটি ফাইল বা ডকুমেন্ট শেয়ার করা হয়েছে আজকের এই আর্টিকেলটিতে।

image

এই আর্টিকেল থেকে আপনারা যেগুলো পাবেন তা সূচিপত্রে দেওয়া হলো। এবং আপনারা অনুগ্রহ করে ইমোজি ডকুমেন্ট ফাইলটি নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিবেন

সূচিপত্র: ফ্রিল্যান্সার কাকে বলে এবং ফ্রিল্যান্সারে ব্যবহারযোগ্য ইমোজির

অনুগ্রহ করে সময় অপেক্ষা করবে ভিডিওর কাজ চলছে

ফ্রিল্যান্সারে ব্যবহারযোগ্য ইমোজির ১টি ফাইল

প্রথমেই ইমোজি পয়েন্টে ক্লিয়ার করছি এরপরে ফ্রিল্যান্সার সম্পর্কে আলোচনা করব।

এই ফাইলটিতে অল্প কিছু ইমোজি কালেকশন করে নোটপ্যাড একটি ফাইলে সেভ করা হয়েছে। চাইলে আরো ইমোজি যোগ করা যেত কিন্তু সমস্যা হল ফ্রিল্যান্সার ডটকম মার্কেটপ্লেস ওয়েবসাইটটি অনেক ইমোজি আছে যেগুলো আপডেট নেয় না ( ? ) এইরকম চিহ্ন দেখায়।

ইমোজির ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আপনারা সূচিপত্রের নিচের ভিডিওটি দেখে নিবেন তাহলে ফ্রিল্যান্সার কাকে বলে এবং ইমোজি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। কারণ ভিডিওটিতে প্র্যাকটিকাল দেখানো হয়েছে।

ইমোজি ফাইলটির উপকারিতা,

  • ক্লাইন্ট সহজেই বুঝতে পারে আপনি কোথায় কি বোঝাতে চেয়েছেন
  • ফ্রিল্যান্সার ওয়েবসাইটে সাপোর্ট করে এইরকম পরিক্ষিত ইমোজি
  • প্রপোজালটি ক্লাইন্ট এর কাছে আকর্ষণীয় করা যায়
  • পরবর্তীতে আরো ইমোজি যোগ করা হবে
  • অল্প কয়েকটি কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইমোজি
  • ফ্রিল্যান্সার একাউন্টে কোন ইমোজি সাপোর্ট করে তা কষ্ট করে খুঁজতে হয় না, ইত্যাদি।

আপনাদের প্রয়োজনে নিচে আরো ১০০০+ ইমোজির জন্য বিস্তারিত গাইডলাইন প্রদান করা হয়েছে এবং একটি সিক্রেট পয়েন্ট দেওয়া আছে। অনুগ্রহ করে আপনারা দেখে নিবেন তাহলে আশা করি প্রত্যাশা চাইতেও বেশি তথ্য পাবেন।

১০০০+ ইমোজি সোর্স লিংক (ফ্রিল্যান্সার)

আপনারা অনেকেই জানেন এরপর বোঝানোর জন্য একটা পয়েন্ট আবারও বলছি। আমরা সচরাচর ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ইমোজি ব্যবহার করে থাকি এবং চ্যাট বক্সের পাশেই একটি আইকন আছে সেখান থেকে আমরা সংগ্রহ করি এবং পোস্ট করার ক্ষেত্রেও সেম।

কিন্তু ফ্রিল্যান্সার ওয়েবসাইডে প্রথমত সব ইমোজি সাপোর্ট করে না। দ্বিতীয়ত কোন ইমোজি গুলো সাপোর্ট করে তা খুঁজে বের করা খুবই কষ্ট। আমি যেহেতু এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম তাই ভাবলাম আপনাদেরকে যদি হেল্প করা যায় এ ফাইলটি শেয়ার করে তাহলে আশা করি আপনারও উপকৃত হতে পারবে।

আশা করি প্রোফাইল এবং বিড ডিস্কোপসনের জন্য কিছুটা হলেও কষ্ট দূর করতে পেরেছি। ফ্রিল্যান্সারে ব্যবহারযোগ্য ইমোজির ১টি ফাইল আপনাদেরকে শেয়ার করার মাধ্যমে। আপনি যখন ফ্রিল্যান্সার কাকে বলে এই বিষয়টি জানার পর কাজ করতে যাবেন তখন কিন্তু আপনারও এই ফাইলটির প্রয়োজন হবে।

১০০০+ ইমোজি সোর্স লিংক

আপনারা যদি মনে করেন এই ওয়েবসাইটে ইমোজিগুলো সব জায়গায় সাপোর্ট করবে তাহলে আপনাদের সমস্যা হতে পারে। অনুগ্রহ করে আর আই টি ফার্মের এই আর্টিকেলের দিকনির্দেশনা গুলো দেখে নিবেন।

image

উপরের দেওয়া লিংকটিতে ক্লিক করুন। এরপর আপনার একটি পেজ পাবেন। সেখানে অসংখ্য ইমোজি দেওয়া আছে এবং ইমোজির পাশে (সিমিলার) লেখা একটি বক্স দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আরো ইমোজি পেয়ে যাবেন। আপনাদের জানার সুবিধার্থে উপরে একটি পিকচার দেওয়া হয়েছে।

এখন সিক্রেট পয়েন্ট হচ্ছে, আপনি যে কোন ইমোজি নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এবং সিমিলার লেখার উপর ক্লিক করলে সেই রিলেটেড ইমোজিগুলো পেয়ে যাবেন।

জনপ্রিয় কিছু ইমোজির নাম নিচে দেওয়া হল, এবং emoji গুলো দেখলে meaning বুঝতে পারবেন।

  • money emoji
  • fire emoji
  • smile emoji
  • love emoji
  • happy emoji
  • apple emoji
  • star emoji
  • emoji stickers
  • heart symbol
  • free emojis
  • emoji keyboard
  • emoji symbols
  • iphone emoji
  • animated emojis
  • emoji app
  • smiley faces
  • happy birthday emoji
  • emoji faces
  • emoji copy
  • emoji kitchen
  • heart emoji
  • facebook emojis
  • apple logo emoji
  • laughing emoji
  • thumbs up emoji
  • make emoji
  • middle finger emoji
  • skull emoji
  • kaomoji
  • 3d emoj

ফ্রিল্যান্সার ইমোজি ব্যবহারের নির্দেশনা

ফ্রিল্যান্সারে ইমোজি ব্যবহারের ক্ষেত্রে R it firm ইমোজির ১টি ফাইল নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন কোন সমস্যা হবে না। কিন্তু অন্যান্য ইমোজিগুলো ব্যবহার করলে সেভ করার পর রিফ্রেশ দিয়ে দেখবেন ইমোজিগুলো শো করছে নাকি ( ? ) এইরকম চিহ্ন দেখাচ্ছে।

যদি আপনার কাঙ্খিত ইমোজিটি না আসে তাহলে অনুগ্রহ করে ইমোজিটি চেঞ্জ করবে কিংবা আর আইটি ফার্মের দেওয়া ইমোজি গুলোর মধ্যে কোন একটি ব্যবহার করবেন।

এছাড়া আপনারা whatsapp facebook twitter tiktok ইত্যাদি প্লাটফর্ম গুলোতে নির্দ্বিধায় যে কোন ইমোজি ব্যবহার করতে পারে কোন সমস্যা হবে। এবার আলোচনার দ্বিতীয় পয়েন্ট ফ্রিল্যান্সার সম্পর্কে নিচে সহজভাবে উপস্থাপন করা হলো।

ফ্রিল্যান্সার কাকে বলে?

এই প্যারাগুলোতে ছোট্ট ছোট্ট কিছু কয়েন তুলে ধরব এর মধ্যে ফ্রিল্যান্সার কাকে বলে? এর উত্তর আপনার পেয়ে যাবেন। খুব সহজ ভাষায় যদি বলি তাহলে ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত বা স্বাধীনতা পেশা।

এবং আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখি। আপনি যখন কাজ শিখে বাইরের দেশে কোন ক্লায়েন্টের কাজ করবেন। তখন ভুল করে বলবেন না, আমি একজন ফ্রিল্যান্সার।

আপনি বলবেন আই এম এ প্রফেশনাল (পদবী) হতে পারে গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যাড স্পেশালিস্ট, লিড জেনারেটর ইত্যাদি।

আরো একটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি আশা করি এই পয়েন্ট গুলো থেকে আপনার ফ্রিল্যান্সিং কাকে বলে সে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।

  1. ফ্রিল্যান্সার কি?
  2. ফ্রিল্যান্সিং কি?

ধরুন আমি একজন সাধারণ শিক্ষার্থী আপনার কাছে একটি প্রশ্ন করি শব্দ দুটি কি এক?

১ নং উত্তর, যে ব্যক্তি তার ইচ্ছেমতো সময় কাজ সম্পন্ন করে নির্দিষ্ট সময় কোন কোম্পানি বা প্রতিষ্ঠানকে প্রদান করে তাকে ফ্রিল্যান্সার বলা হয়।

২ নং উত্তর, ফ্রিল্যান্সিং হল কাজ করার প্রক্রিয়া। কিছুক্ষণ আগে বললাম আবারো বলছি প্রক্রিয়াগুলো হল: ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, এসইও, কনটেন্ট রাইটিং ইত্যাদি।

আশা করি আপনি ফ্রিল্যান্সার কাকে বলে সে প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি আপনি এখনো বুঝতে না পারেন তাহলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন আপনাকে আমরা আরও সহজভাবে বুঝানোর চেষ্টা করব।

আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে আপনার যোগ্যতা এবং আপনার কাজ করার চাহিদার উপর ভিত্তি করে সকল ধরনের সাপোর্ট করব ইনশাআল্লাহ।

উপসংহার - শেষ কথা

ফ্রিল্যান্সার কাকে বলে? এবং ফ্রিল্যান্সারে ব্যবহারযোগ্য ইমোজির এই দুইটি পয়েন্ট আপনাদের কাছে স্বচ্ছ ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা এই আর্টিকেলটি টি আরো তথ্যপূর্ণ করতে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে সাহায্য করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
Comment মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url