সরকারি সকল ছুটির তালিকা ২০২৫ এর ক্যালেন্ডার
সরকারি ছুটির তালিকা ২০২৫ ক্যালেন্ডার সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানতে চাই। কারণ নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই আমরা প্রথমে ক্যালেন্ডার উল্টে দেখি এই বছরে সরকারি ছুটি কতদিন আছে এবং সে অনুযায়ী বিভিন্ন পরিকল্পনা সাজাই। আজকের আর্টিকেলটি লেখা হয়েছে ২০২৫ সালের সরকারি ছুটি নিয়ে।
এ আর্টিকাল পড়লে আপনি জানতে পারবেন ২০২৫ সালের সাধারণ ছুটির তালিকা, নির্বাহী আদেশে সরকারি ছুটির তালিকা, ঐচ্ছিক ছুটির তালিকা সহ কিভাবে ছুটির দিনগুলোকে আপনি উপভোগ করতে পারবেন অথবা সর্বোত্তম কাজে লাগাতে পারবেন সে সম্পর্কে।চলুন, সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে নেই।
সূচিপত্র: সরকারি সকল ছুটির তালিকা ২০২৫ এর ক্যালেন্ডার
(নিচের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন)
- সরকারি ছুটির তালিকা ২০২৫ ক্যালেন্ডার
- ২০২৫ সালের সাধারণ ছুটির তালিকা
- নির্বাহী আদেশে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা
- ঐচ্ছিক ছুটির তালিকা ২০২৫ ক্যালেন্ডার
- ছুটির দিনগুলোকে উপভোগ করার/কাজে লাগানোর উপায়
- উপসংহার-শেষ কথা
সরকারি ছুটির তালিকা ২০২৫ ক্যালেন্ডার
২০২৫ সালের ক্যালেন্ডার এ আমরা চোখ বুলালে দেখবো মোট সরকারি ছুটি রয়েছে ৫৭ দিন। সরকারি ছুটি হলেও এই ছুটিগুলোকে আবার কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। যেমন: সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি, ঐচ্ছিক ছুটি ইত্যাদি। এ সকল ছুটির মধ্যে কিছু ছুটি আছে যা চাঁদ দেখার উপর নির্ভর করে। যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই এ সকল ছুটি পরিবর্তনও হওয়ার সম্ভাবনা থাকে।
২০২৫ সালের ক্যালেন্ডারে সরকার প্রদত্ত সাধারণ ছুটি রয়েছে ১২ দিন, নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি রয়েছে এবং ঐচ্ছিক ছুটি রয়েছে মোট ৩১ দিন। ঐচ্ছিক ছুটি আবার কয়েকটি ভাগে বিভক্ত।
যারা মুসলিম সম্প্রদায় আছেন তাদের ঐচ্ছিক ছুটি ৫ দিন, হিন্দু সম্প্রদায়ের ঐচ্ছিক ছুটি ৯ দিন, খ্রিস্টানদের ঐচ্ছিক ছুটি ৮ দিন, বৌদ্ধদের ঐচ্ছিক ছুটি ৭ দিন আর ২দিন ছুটি থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত যারা কর্মচারী আছেন তাদের জন্য।
২০২৫ সালের সাধারণ ছুটির তালিকা
আমরা পূর্বেই জেনেছি, ২০২৫ সালে সরকার প্রদত্ত সাধারণ ছুটি ১২ দিন। চলুন দেখে নেয়া যাক, ২০২৫ সালের ক্যালেন্ডারে সাধারণ ছুটির ১২ দিনের মাস ও তারিখের নাম এবং কি কারনে ছুটিগুলো দেওয়া হবে:
- জানুয়ারি - কোন সাধারণ ছুটি নেই।
- ফেব্রুয়ারি- ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- মার্চ - ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৮ মার্চ জুমাতুল বিদা। ৩১ মার্চ ঈদ-উল-ফিতর।
- এপ্রিল - সাধারন ছুটি নেই।
- মে - ১মে মে দিবস, ১১ মে বুদ্ধ পূর্ণিমা/বৈশাখী পূর্ণিমা।
- জুন - ৭ জুন ঈদ-উল-আযহা।
- আগস্ট - ১৬ আগস্ট জন্মাষ্টমী
- সেপ্টেম্বর - ৫ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী সাঃ
- অক্টোবর - ২ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী)
- নভেম্বর - কোন ছুটি নেই
- ডিসেম্বর -১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন / বড়দিন
নির্বাহী আদেশে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা
নির্বাহী আদেশে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা গুলো দেয়া হলো:
- ফেব্রুয়ারি - ১৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত/ লাইলাতুল বরাত।
- মার্চ ও এপ্রিল - ২৮ মার্চ পবিত্র শবে ক্বদর, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল ঈদুল ফিতরের বন্ধ। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ।
- জুন - ৫ জুন থেকে ১০ জুন পবিত্র ঈদুল আযহার ছুটি
- জুলাই - ৬ জুলাই দশ মহরম আশুরা
- অক্টোবর - ১ অক্টোবর দুর্গাপূজার নবমী
ঐচ্ছিক ছুটির তালিকা ২০২৫ ক্যালেন্ডার
ঐচ্ছিক ছুটি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে বিভক্ত।
মুসলিম সম্প্রদায়দের ঐচ্ছিক ছুটি:
- জানুয়ারি - ২৮ জানুয়ারি পবিত্র শবে মেরাজ
- এপ্রিল - ৩ এপ্রিল ঈদ-উল-ফিতরের তৃতীয় দিন
- জুন - ১১ জুন ঈদ-উল-আযহার চতুর্থ দিন
- আগস্ট - ২০ আগস্ট আখেরি চাহার সোম্বা
- অক্টোবর - ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম
হিন্দু সম্প্রদায়দের ঐচ্ছিক ছুটি:
- ফেব্রুয়ারি - ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত
- মার্চ - ১৪ মার্চ দোলযাত্রা, ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব
- সেপ্টেম্বর - ২১ সেপ্টেম্বর মহালয়া, ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজা (অষ্টমী), ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা (নবমী)
- অক্টোবর - ৬ অক্টোবর লক্ষীপূজা, ২০ অক্টোবর শ্যামা পূজা
আরো পড়ুন: মেয়েদের মন ভালো করার উপায় ১১ টি গোপন রহস্য
খ্রিস্টান সম্প্রদায়ের ঐচ্ছিক ছুটি:
- জানুয়ারি - ১লা জানুয়ারি ইংরেজি নববর্ষ
- মার্চ - ৫ ই মার্চ ভস্ম বুধবার
- এপ্রিল - ১৭ এপ্রিল পূণ্য বৃহস্পতিবার, ১৮ এপ্রিল পূণ্য শুক্রবার, ১৯ এপ্রিল পূণ্য শনিবার, ২০ এপ্রিল স্টার সানডে
- ডিসেম্বর - ২৫ ও ২৬ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন খ্রিস্টানদের ঐচ্ছিক ছুটি
বৌদ্ধ সম্প্রদায়দের ঐচ্ছিক ছুটি:
- ফেব্রুয়ারি - ১১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা
- এপ্রিল - ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি
- মে - ১০ ও ১২ মে বুদ্ধ পূর্ণিমার আগের দিন পর দিন
- জুলাই - ৯ জুলাই আষাঢ়ি পূর্ণিমা
- সেপ্টেম্বর - ৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা
- অক্টোবর - ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা /আশ্বিনী পূর্ণিমা
পার্বত্য চট্টগ্রাম ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি:
এপ্রিল - ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈশাবির মতই সামাজিক উৎসব
ছুটির দিনগুলো উপভোগ বা কাজে লাগানোর উপায়
সরকারি ছুটির তালিকা ২০২৫ ক্যালেন্ডার গেলে খাই আর্টিকেলে এখন আমরা আলোচনা করবো ছুটির দিনগুলোকে কিভাবে উপভোগ করা যায়, কাজে লাগানো যায়। ক্যালেন্ডার এর ছুটি গুলো বিভিন্ন ভাবে বিভক্ত। সে অনুযায়ী আমরা আমাদের ছুটির দিনগুলো বিভিন্নভাবে কাটাতে পারি।
ধর্মীয় ছুটিগুলোকে আমরা যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় কাজ করে অতিবাহিত করতে পারি। জাতীয় ও সামাজিক দিবসগুলোর ছুটিতে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতে পারি।
মুসলিম সম্প্রদায়ের ঈদ এবং হিন্দুদের পূজার ক্ষেত্রে বেশ কয়েকদিন ছুটি একসাথে পাওয়া যায়। এই ছুটিতে আপনি ইচ্ছে করলে ঈদ উদযাপনের পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন। পরিবার-পরিজনদেরকে নিয়ে মেন্টাল রিফ্রেশমেন্ট এর জন্য বেস্ট একটি সময় হচ্ছে এই দীর্ঘ ছুটি। কক্সবাজার সমুদ্র সৈকত ছবি দৃষ্টিনন্দন জায়গার এবং ১০০ প্লাস ছবি
আপনি যদি চান এই ছুটি গুলো কে আপনি আপনার স্কিল ডেভেলপের ক্ষেত্রে বা আর্নিং এর সাথে জড়িত অন্য কাজ করেও কাটাতে পারেন। কেননা এই সময় আপনার পেশাগত কোন কাজের চাপ থাকবে না। আপনি আপনার ইচ্ছামতন স্কিল ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক কাজের সাথে জড়িত অন্যান্য কাজে পুরো সময় দিতে পারবেন।
ঘুরতে যাওয়া বলুন, স্কিল ডেভেলপমেন্ট, অন্যান্য অর্থনৈতিক কাজ বলুন বা যে ক্ষেত্রেই বলুন না কেন, আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে এই দিন গুলোকে আপনি সর্বোত্তম ব্যবহার করতে পারবেন।
- আপনি কি কাজে আপনার ছুটি কাটাবেন তার জন্য প্রথমে একটি সুন্দরভাবে পরিকল্পনা করে নিবেন। কোন দিন, কোন সময়, কোন কাজ করবেন তা পূর্বেই পরিকল্পনা করে রাখবেন। যাতে সে কাজ আপনি সহজেই সম্পন্ন করতে পারেন।
- ঘুরতে গেলে আপনাকে পর্যাপ্ত বাজেট রাখতে হবে। স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে বা অর্থনৈতিক কাজে সঠিকভাবে টাকা ও সময় ইনভেস্ট করতে হবে, যাতে লাভবান হওয়া যায়।
- আমরা যে পেশায় থাকি না কেন পারিবারিক বন্ধনের উপরে কিছু নেই। তাই ছুটির দিনগুলোকে আনন্দময় করতে পরিবারের সবার সাথে সময় কাটাতে হবে। এতে পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ, ভালোবাসা, সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং বন্ধন আরো মজবুত হয় ও অটুট থাকে।
- ছুটির দিনে আপনার এলাকার উন্নয়নেও আপনি কাজ করতে পারেন। আপনার এলাকায় কোন সমস্যা থাকলে তা সমাধান করার যথাসাধ্য চেষ্টা আপনি করতে পারেন। এতে সে সমস্যা সমাধান না হলেও অন্যরা এই বিষয়ে সচেতন হবে। এমনও হতে পারে অন্যরা তাদের সাধ্য থাকলে সে সমস্যা সমাধান করতে পারে।
- স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনার যতই অর্থ সম্পদ থাকুক আপনার মনে শান্তি থাকবে না। আর তাই একটানা কাজ করার পর ছুটি পেলে তা অনেক সময় বিশ্রামের জন্যও রাখা উচিত। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম মানুষের শারীরিক ও মানসিক চাপ কমায়।
- শিক্ষার্থীরা তাদের ছুটির দিনগুলো বিভিন্নভাবে উপভোগ করার পাশাপাশি তাদের পড়াগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারে। এ সময় তারা তাদের পড়ার যেখানে লেকিং আছে সেই পড়াগুলো ভালোভাবে কমপ্লিট করবে।
- যেসব শিক্ষার্থীরা ছুটির দিনগুলো উপভোগের পাশাপাশি তাদের পড়া ভালোভাবে শেষ করে তারা অন্য শিক্ষার্থীদের থেকে এগিয়ে থাকে। এতে করে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খুললে তাদের পড়ার চাপ কম থাকে এবং তাদের রেজাল্টও অন্যদের চেয়ে ভালো হয়।
উপসংহার - শেষ কথা
পরিশেষে বলা যায় যে, সরকারি ছুটির তালিকা নিয়ে আপনাদের প্রশ্ন আছে বলে আমার মনে হয় না। কেননা এই আর্টিকেলে ২০২৫ সালের ক্যালেন্ডার এ প্রতিটি মাসে কোন কোন তারিখে ছুটি রয়েছে তা সেই ছুটির নাম সহ উল্লেখ করা হয়েছে। তাই আপনি সহজেই কোন মাসে কোন তারিখে কিসের জন্য ছুটি হচ্ছে তা জানতে পেরেছেন।
আপনি ইচ্ছে করলেই সে অনুযায়ী আপনার কোন পরিকল্পনা থাকলে তা সাজাতে পারেন ও সে অনুযায়ী কাজ করতে পারেন। সুপ্রিয় পাঠক আপনি আপনার ছুটিগুলোর সর্বোত্তম ব্যবহার করুন এবং ভালো থাকুন এ কামনাই করছি। যদি আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে আপনার ভালো লাগে তাহলে দয়া করে আপনার পরিচিত দের মাঝে এটি শেয়ার করবেন। (1219)
Thanks.
আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url