বিদেশে পড়াশোনার খরচ বাজেট পরিকল্পনা - ১৭ টা দেশের তথ্য
অনেক স্টুডেন্ট এর স্বপ্ন বিদেশে পড়াশোনা করবে কিন্তু বিদেশে পড়াশোনার খরচ কত? দেশ, বিশ্ববিদ্যালয়, স্কলারশিপ, চিকিৎসা, বাসা ভাড়া, যাতায়াত, খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে বিদেশে পড়াশোনার খরচ বাজেট পরিকল্পনা - ১৭ টা দেশের তথ্য দিয়ে এই আর্টিকেলটি সাজানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন বিদেশে পড়াশোনার খরচ সম্পর্কে এবং আরো কিছু প্রয়োজনীয় তথ্য যা বিদেশে পড়াশোনার জন্য গমনকারী শিক্ষার্থীদের জানান প্রয়োজন।
(নিচের যে অংশ থেকে পড়তেছে ক্লিক করুন)
সূচিপত্র: বিদেশে পড়াশোনার খরচ বাজেট পরিকল্পনা - ১৭ টা দেশের তথ্য
- ভূমিকা
- বিদেশে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়
- বিদেশে পড়াশোনার খরচ কোর্স নির্বাচন
- দেশভেদে বিদেশে পড়াশোনার খরচ ভিন্ন ভিন্ন
- সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বিদেশে পড়াশোনার খরচ
- উপসংহার - শেষ কথা
ভূমিকা
বিদেশে দুইভাবে পড়াশোনা করা যায় এক টাকা পয়সা খরচ করে, দুই ফ্রি স্কলারশিপ এর মাধ্যমে। আবার একই বিশ্ববিদ্যালয় ফ্রি স্কলারশিপে চান্স না পেলে টাকা পয়সা খরচ করে লেখাপড়া করতে পারবেন এটা একান্তে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের ওয়েবসাইটের (স্কলারশিপ - Scholarship) ক্যাটাগর থেকে বিদেশে পড়াশোনার খরচ সহ বিভিন্ন গাইডলাইন দেখে নিতে পারেন।
বিদেশে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয়
দেশের বাইরে লেখাপড়া করলে বিদ্যালয় হিসেবে পড়াশোনার খরচ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন: এডমিশন ফি, বার্ষিক রেজিস্ট্রেশন ফি, হল ফি, ইত্যাদি। এই ফি গুলোর টাকার পরিমাপ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আপনারা যেই বিশ্ববিদ্যালয় এডমিশন নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা সেই বিদ্যালয়ের পড়াশোনার খরচ সম্পর্কে তাদের ওয়েবসাইটের প্রবেশ করে ভালোভাবে জেনে নিবেন। প্রয়োজনে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন অথবা তথ্য জানার জন্য অন্যান্য পন্থাগুলো অবলম্বন করবেন। বিদেশে পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় যেমন:
আরো পড়ুন: বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ সেরা ২৭ টি আবেদন
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
- ম্যাসাচুয়েটস ইনস্টিটিউশন অব টেকনোলজি
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়
- ইউনিভার্সিটি অব ওকলাহোমা
এরকম পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে বাংলাদেশসহ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের অনেক মানুষ উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পাড়ি দিচ্ছে।
বিদেশে পড়াশোনার খরচ কোর্স নির্বাচন
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কারণ অনেক শিক্ষার্থী বিদেশে লেখাপড়ার পাশাপাশি কিছু অর্থ আয় করতে চাই। সেজন্য
- ব্যাচেলর ডিগ্রী
- মাস্টার্স ডিগ্রী
- ও ফ্রি স্কলারশিপ
কোন মাধ্যমে কোন দেশে কোন বিশ্ববিদ্যালয় আপনি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তা নিশ্চিত হয়ে নিন। আপনার পরিচিত যদি কেউ বিদেশে পড়াশোনা করে তাহলে তাদের সাথে আলাপ-আলোচনা করুন। এমনকি হতে পারে সে আপনার ফেসবুক ফ্রেন্ড তাহলে বিভিন্ন ধাপে সিদ্ধান্ত গ্রহণ করতে আপনার জন্য সহজ হবে।
দেশভেদে বিদেশে পড়াশোনার খরচ ভিন্ন ভিন্ন
আপনার জন্য সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে নিচের তথ্যগুলো অনেক কাজে আসবে এবং বিদেশে পড়াশোনার খরচ সহ আরো প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাবেন।
প্রথমেই দেশগুলোর নাম উল্লেখ করতে চাই, হয়তো আপনার পছন্দের দেশটি এই তালিকায় রয়েছে।
- জার্মানি - Germany
- যুক্তরাজ্য - UK
- যুক্তরাষ্ট্র - United States
- কানাডা - Canada
- অস্ট্রেলিয়া - Australia
- ফ্রান্স - France
- স্ক্যান্ডেনেভিয়ান দেশ - Scandinavian countries
- পোল্যান্ড - Poland
- চীন - China
- গ্রিস - Greece
- স্পেন - Spain
- তুরস্ক - Türkiye
- নরওয়ে - Norway
- তাইওয়ান - Taiwan
- মালয়েশিয়া - Malaysia
- হাঙ্গেরি - Hungary
- বেলজিয়াম - Belgium
এখন প্রতিটা দেশের পড়াশোনার খরচ এবং কিছু প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করব। যে তথ্যগুলো জানা থাকলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। এবং আপনি জানতে পারবেন আপনার মাসিক এবং বাৎসরিক কত টাকা ব্যয় হতে পারে। তালিকায় প্রথমেই যে দেশটি রয়েছে, জার্মানি - Germany.
জার্মানি - Germany, জার্মানিতে অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (DAAD) হচ্ছে একটি খুব ভালো সংস্থা এই সংস্থাটি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি তত্ত্বাবধান করে থাকে। DAAD স্কলারশিপ ডাটাবেইজ থেকে আপনি বৃত্তিসংক্রান্ত লেখাপড়ার জন্য সমস্ত তথ্য জানতে পারবেন।
ফ্রি স্কলারশিপ না পেলে সেখানে লেখাপড়া করার জন্য আপনার ১১ হাজারের বেশি ইউরো রয়েছে তার প্রমাণ দেখাতে হবে। এছাড়াও আরো তাদের নিয়ম কানুন রয়েছে সেগুলো আপনারা জেনে নিবেন। ( তবে দেশের বাইরে যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কমপক্ষে এক বছর আগে থেকে প্রস্তুতি নিন ) বিদেশে পড়াশোনার খরচ জার্মানিতে মাসে প্রায় ৭৫০ + ইউরো খরচ হয়ে থাকে।
যুক্তরাজ্য - UK, এই দেশে পড়াশোনা করার জন্য আপনার বয়স সর্বনিম্ন সার্টিফিকেট অনুযায়ী ১৬ বছরের বেশি হতে হবে এবং শিক্ষাযোগ্যতা সর্বনিম্ন HSC হতে হবে। এবং সেখানে পড়াশোনার খরচ চালানোর জন্য আপনার অথবা আপনার অভিভাবকের যথেষ্ট অর্থ থাকতে হবে (সর্বনিম্ন ৯ মাস) আপনার পড়াশোনার খরচ চালাতে পারবেন সে পরিমাণ অর্থ আপনার অফার লেটারে উল্লেখ থাকবে।
এবং আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর সন্তানকে সেখানে নিয়ে যেতে পারবেন শর্ত হিসেবে আপনাকে উচ্চডিগ্রির শিক্ষার্থী হতে হবে। আপনি যদি সেখানে যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আরো বিস্তারিত তথ্য জানতে সেই দেশের বিশ্ববিদ্যালয় গুলোর নিজস্ব ওয়েব সাইট ভিজিট করুন।
যুক্তরাষ্ট্র - United States, এখানে লেখাপড়া করার জন্য একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে তবে প্রতিযোগি সংখ্যা বেশি হলেও বৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্র লেখাপড়া করছে। তবে ফ্রী স্কলারশিপ না পেলে পড়াশোনার খরচ বেড়ে যায় তবে বিভিন্ন উপায় রয়েছে যেগুলো টেকনিক্যাল ফলো করলে আপনার পড়াশোনার খরচ অনেক কমিয়ে আনতে পারবেন।
কানাডা - Canada, এখানে লেখাপড়া করতে আনুমানিক ১৫ হাজার পাউন্ড থেকে ৫০ হাজার পাউন্ড পর্যন্ত ব্যয় হয়। তবে সম্পূর্ণ খরচ নির্ভর করছে আপনার পড়াশোনায় সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের উপর এছাড়াও মাস্টার্স ও পিএইচডির জন্য খরচ ভিন্ন হয়।
যেমন ওখানে গিয়ে মাস্টার্স অথবা পিএইচডির করছেন পাশাপাশি সে দেশের কোন একটা কাজ করছেন। অনেক সময় এমনও হয় কোন কোম্পানির সাথে কাজের মাধ্যমে ভালো একটা রিলেশনশিপ এর কারণে পার্মানেন্ট কাজের ব্যবস্থা ইত্যাদি।
অস্ট্রেলিয়া - Australia, অন্যান্য দেশের মতো এখানে বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনার খরচ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি প্রথমেই সাবজেক্ট নির্বাচন করুন এবং অস্ট্রেলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান তা নির্বাচন করুন। এরপর সেখানে পড়াশোনা খরচ সহ বিভিন্ন তথ্য তাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন।
আরো পড়ুন: বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা - আবেদন থেকে ভর্তি কনফার্ম
ফ্রান্স - France, ব্যবসায়ী শিক্ষার জন্য অনেক শিক্ষার্থীদের পছন্দের প্রথম তালিকায় রয়েছে ফ্রান্স সেখানে লেখাপড়া করতে স্নাতক এর জন্য বাংলাদেশী টাকাই ২.৫ লাখ + এবং মাস্টার্স এর জন্য ৩.৫ লাখ টাকা + খরচ করতে হয়। এছাড়াও খরচ কমানোর জন্য শহর বাদ দিয়ে গ্রামে থাকলে পড়াশোনার খরচ অনেকটাই কমে যায়।
স্ক্যান্ডেনেভিয়ান দেশ - Scandinavian countries, এই দেশগুলোতে দিন দিন শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আগমন বৃদ্ধি পাচ্ছে দেশগুলোর নাম হল:
- ডেনমার্ক
- ফিনল্যান্ড
- আইসল্যান্ড
- নরওয়ে
- সুইডেন
এখানে আপনি ফ্রি পড়াশোনার করার সুযোগ পেলেও পেতে পারেন সেজন্য আপনার চেষ্টা করা উচিত তবে এখানে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রীর জন্য এই সুযোগ দেওয়া হয়ে থাকে আরও বিস্তারিত জানতে দেশগুলোর এডুকেশন বোর্ডের ওয়েবসাইট গুলো ভিজিট করুন। কারণ প্রায় প্রতিবছর কিছু তথ্য আপডেট হয়ে থাকে।
পোল্যান্ড - Poland, পোল্যান্ডে ৪০০ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষার্থীদের জন্য মজার ব্যাপার এখানে ভর্তির জন্য এডমিশন পরীক্ষা দিতে হয় না। এজন্য শিক্ষার্থীদের এখানে লেখাপড়া করার চাহিদা অনেক বেশি এখানে প্রায় ৩৫০ ইউরো থেকে ৫৫০ ইউরো ব্যয় হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান এবং যাতায়াত খাওয়া দাওয়ার উপর ভিত্তি করে পড়াশোনার খরচ কম বেশি হয়ে থাকে।
চীন - China, বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী বিদেশে পড়াশোনা জন্য চীনকে বেছে নেয় কারণ আপনার রেজাল্ট যদি মোটামুটি ভালো হয় এবং আপনি যদি চীন ভাষা জানেন তাহলে সেখানে ফ্রিতে পড়াশোনার সুযোগ রয়েছে।
বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের অধীনে শিক্ষার্থীদের চীন ভাষা শিক্ষা দেওয়া হয় এছাড়াও আপনি ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করে বেশ কিছু জায়গা থেকে চীন ভাষা শিখে নিতে পারবেন। এবং হাতে থাকায় স্মার্টফোন দিয়েও আপনার চীন ভাষা শিখতে অনেকটা সহজ হবে। এরপর তাদের নিয়ম গুলো মেনে আবেদন করুন আপনিও ফ্রিতে পড়াশোনা সুযোগ পেতে পারেন।
গ্রিস - Greece, এখানে বাংলাদেশি বেশ কিছু শিক্ষার্থী লেখাপড়া করছে তবে ইউরোপিয়ান অন্তর্ভুক্ত দেশের শিক্ষার্থীরা ফ্রিতে লেখাপড়া করার সুযোগ পেয়ে থাকে। বাংলাদেশ যেহেতু তাদের তালিকার বাইরে সেহেতু শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ১৫০০ ডলার থেকে ২০০০ ডলার পর্যন্ত খরচ হয়ে থাকে।
স্পেন - Spain, এখানে পড়াশোনা করতে এক হাজার থেকে তিন হাজার ডলারের মধ্যে হয়ে যাবে। তবে বাসা ভাড়া বাবদ বছরে ১২ থেকে ১৩ হাজার ডলার খরচ হতে পারে। আপনি সেখানে পড়াশোনার জন্য আবেদনের পূর্বে সমস্ত কিছু তাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে নিন।
তুরস্ক - Türkiye, আপনি HSC পরীক্ষার পর তুরস্কের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন। এখানে প্রতি মাসে ৪৫০ - ৬৫০ ইউরো খরচ হয়ে থাকে এবং আপনি ফ্রি স্কলারশিপের জন্য চেষ্টা করতে পারেন তাহলে আপনার জন্য আরো ভালো হবে।
নরওয়ে - Norway, এখানে জীবনযাত্রার মান উন্নত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে লেখাপড়া করতে আসে, বড় শহরগুলোতে খরচ একটু বেশি তবে ছোট শহরগুলোতে আপনি .৮০০ থেকে ১০০০ ইউনিয়ন এর মধ্যে থাকা খাওয়া চলাফেরা করতে পারবে। তবে এখানে টিউশন ফি লাগেনা সম্পূর্ণ ফ্রী।
তাইওয়ান - Taiwan, গত বেশ কয়েক বছরে এ দেশটির শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে এই দেশে পড়তে যাওয়ার আগ্রহ বৃদ্ধি পেয়েছে তাইওয়ানে পড়াশোনার জন্য নূন্যতম ৮০০ থেকে ১০০০ ইউরো খরচ হয়ে থাকে।
মালয়েশিয়া - Malaysia, অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়া বাংলাদেশের খুব কাছেই এখানে পড়াশোনার খরচ চালানোর জন্য শিক্ষার্থীদের প্রতি মাসে ৫০০ থেকে ৮০০ রিঙ্গিত বা সেখানকার (টাকা) ব্যয় করার মত সমর্থ্য রাখা উচিত।
হাঙ্গেরি - Hungary, ১০০০ থেকে ৫০০০ ইউরো খরচ হতে পারে এবং বাসা ভাড়ার জন্য ৩৫০ থেকে ৭৫০ ইউরো খরচ হতে পারে। খরচটা নির্ভর করছে আপনার সাবজেক্ট, ইউনিভার্সিটি, এবং থাকা খাওয়ার উপর।
বেলজিয়াম - Belgium, এদেশের শিক্ষার মান উন্নত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বেশ কয়েকটি সাবজেক্টে পড়াশোনার জন্য ভালো, সাবজেক্ট গুলো হল
- অর্থনীতি
- কম্পিউটার সায়েন্স
- পদার্থ
- পলিটিক্যাল সায়েন্স
- প্রকৌশল
- আইটি
- স্বাস্থ্য
- ব্যবসায়
আপনার পছন্দের সাবজেক্ট এই উপরের তালিকায় থাকলে আপনার জন্য বেলজিয়ামে পড়াশোনা করার জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে। এখানে পড়াশোনার খরচ প্রতিবছর দেড় থেকে দুই লাখ টাকা খরচ হতে পারে।
এবার কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বিদেশে পড়াশোনার খরচ
সবচেয়ে কম খরচে পড়াশোনা করার দেশ কোনটি?
১. নরওয়ে - Norway, ২. তুরস্ক - Türkiye, ৩. বেলজিয়াম - Belgium, ৪. হাঙ্গেরি - Hungary, পোল্যান্ড - Poland
বাংলাদেশ থেকে বিদেশে পড়তে গেলে যা যা দরকার হবে?
বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা - আবেদন থেকে ভর্তি কনফার্মস্কলারশিপ পেতে কত পয়েন্ট লাগে?
নির্দিষ্ট পয়েন্ট নাই, মোটামুটি ভালো রেজাল্ট এবং কয়েকটি পয়েন্টের উপর ভালো কোয়ালিফিকেশন থাকলেই স্কলারশিপ পেয়ে যাবেন। ১. শিক্ষাগত যোগ্যতা ২. ভাষাগত যোগ্যতা ৩. প্রকাশনা ও এক্সট্রা কারিকুলার এক্টভিটিস ৪. স্টেটমেন্ট অফ পারপাস ৫. রিকমেন্ডেশন লেটার
ইউরোপের কোন দেশে ফ্রি পড়া যায়
আপনারা এই আর্টিকেলটি পড়তে পারেনবিদেশে ফুল ফ্রি স্কলারশিপ সেরা ২৭ টি আবেদন
বিদেশে পড়াশোনার যোগ্যতা
সর্বনিম্ন HSC সম্পন্ন করতে হবে এবং এক বছর আগে প্রস্তুতি নেওয়া উচিত
কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়
চীন - China ( আর্টিকেলটিতে রয়েছে)
বিদেশে মাস্টার্স করতে কত সিজিপিএ লাগে
ন্যূনতম ৩.৫০ পয়েন্ট থাকতে হবে এবং আরো অন্যান্য কিছু ডকুমেন্ট লাগবে তাহলে বিদেশে মাস্টার্স স্বপ্ন পূরণ সম্ভব
বিদেশে মাস্টার্স করতে কত টাকা লাগে
আনুমানিক সর্বনিম্ন প্রতিবছর ৭ হাজার ডলার ( আপনার উচিত দেশ এবং বিশ্ববিদ্যালযইয়র ওয়েবসাইট থেকে তথ্য নেওয়া )
Hsc এর পর বিদেশে পড়াশোনা
সম্ভব
কোন কোন দেশে টিউশন ফি নেই
নরওয়ে - Norway টিউশন ফি নেই ( এই আর্টিকেলে রয়েছে )
উপসংহার - শেষ কথা
বিদেশে পড়াশোনার খরচ এবং সুযোগ-সুবিধা, যোগ্যতা, ফ্রি স্কলারশিপ ও কোন দেশে সহজে স্কলারশিপ পাওয়া যায়, কোন দেশে টিউশন ফি নেই ইত্যাদি পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে। আপনি যদি সিদ্ধান্ত ফাইনাল করে নেন আপনি বিদেশে পড়াশোনা করতে যাবেন তাহলে অন্তত এক বছর আগে থেকে প্রস্তুতি নিন।
এবং এই ৫ টি বিষয় ফোকাস করুন। ১. ভাষা দক্ষতা। ২. আগের পরীক্ষায় ভালো জিপিএ। ৩. প্রকাশনা ও এক্সট্রা কারিকুলার এক্টভিটিস। ৪. স্টেটমেন্ট অফ পারপাস। ৫. রিকমেন্ডেশন লেটার।
ধন্যবাদ-Thanks
আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url