বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ সেরা ২৭ টি আবেদন

যত দিন যাচ্ছে তত স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ইচ্ছে থাকলেও অর্থের কারণে অনেকেই বিদেশে পড়তে যেতে পারছে না। আপনি যদি নিজের উপর আস্থা রাখেন তাহলে অবশ্যই ধৈর্য এবং পরিশ্রমে মাধ্যমে বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে সুযোগ হয়েও যেতে পারে।

image

আপনি কিভাবে বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে লেখাপড়া করবেন সেই সকল তথ্যগুলো এই আর্টিকেলটিতে উপস্থাপন করা হয়েছে।

(নিচের যে অংশ থেকে পড়তেছে ক্লিক করুন)

সূচিপত্র: বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ সেরা ২৭ টি আবেদন

ভূমিকা

আপনি যদি বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়তে চান তাহলে অবশ্যই আপনার সঠিক গাইডলাইনের প্রয়োজন যেমন: কোন দেশ গুলো ফুল ফ্রী স্কলারশিপ দেয়, স্কলারশিপের ক্যাটাগরি নির্বাচন, ডেট এন্ড টাইম নির্দিষ্ট সময়সীমা, যে বিষয়ে লেখাপড়া করতে চাচ্ছেন সেখানে সে বিষয়ে কি স্কলারশিপ প্রদান করে? সুযোগ-সুবিধা ভাতা ইত্যাদি।

আশা করি বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়ার জন্য সকল তথ্য গায়ের লাইন এই আর্টিকেলটিতে পেয়ে যাবেন। এবং শিক্ষার্থীদের প্রথম পছন্দের দেশ ও বিদ্যালয়ের ওয়েবসাইটগুলোর লিঙ্ক পেয়ে যাবেন।

বিশেষ করে আপনারা যখন বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ পাবার জন্য বিদ্যালয় এবং দেশগুলো সম্পর্কে রিসার্চ করবেন তখন অবশ্যই অবশ্যই সেই দেশ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য সংগ্রহ করবেন তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে।

বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ ১২ টা পয়েন্ট

বাংলাদেশের শিক্ষার্থী বন্ধুরা বেশিরভাগ যেই দেশগুলো লেখাপড়া করতে যাওয়ার জন্য পছন্দ করে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা তবে অবশ্যই আবেদন করার সময় একাধিক চয়েস রাখবেন তাহলে একটাতে না হলে আর একটাতে হওয়ার চান্স রয়েছে। বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ গুলো

আরো পড়ুন: বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা এবং আবেদন থেকে ভর্তি কনফার্ম

  • Qatar Hammad Bin Khalifa University Scholarship
  • Islamic Development Bank Scholarship
  • Cambridge Gates Scholarship
  • University of Saskatchewan Canada Scholarships
  • Commonwealth Scholarship
  • Azerbaijan Government Scholarship

এই দেশের ইউনিভার্সিটি গুলোর এই ক্যাটাগরি গুলোতে ফুল ফ্রী স্কলারশিপ পাওয়া যায়, বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্ট সেখানে লেখাপড়া করছে। এখন আমি আপনাকে যদি বলি এখান থেকে এই এই সুবিধা, ভাতা, থাকার জায়গা, যাতায়াত খরচ ইত্যাদি পাওয়া যায়।

কিন্তু সব থেকে উত্তম যদি আপনি তাদের নিজস্ব ওয়েবসাইট ভিজিট করে সমস্ত তথ্য জেনে নেন। কেননা বিভিন্ন সময় অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে যদি পরিবর্তন হয় কিংবা না হয় আপনি লাইভ রেজাল্ট পেয়ে যাবেন। প্রথম অবস্থায় আমি আপনাকে ইউনিভার্সিটির, দেশ এবং স্কলারশিপ ক্যাটাগরি ইত্যাদি বিষয় সম্পর্কে অবগত করতে পারি। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি।

আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

  • Global Korea Scholarship
  • Chevening Scholarship
  • Turkish Government Scholarship
  • Erasmus Mundus Scholarship
  • DAD EPOS SCHOLARSHIP
  • Government of Canada Scholarship

এখন পর্যন্ত বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ এর জন্য ১২ টা পয়েন্ট দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকটা স্কলারশিপে বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন বিষয়ে ফুল ফ্রী স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে পারবেন। তবে একটু কষ্ট করে আপনাদেরকে রিসার্চ করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদেশে ফুল ফ্রি স্কলারশিপের ওয়েবসাইট ১৫ টা লিংক

image

আপনাদের রিসার্চ গুলো সহজ করতে এবং অনেক খোঁজাখুঁজি করে লিংক বের করতে একটু কষ্ট করতে হয়। সেজন্য বেস্ট .১৫ টা লিংক দেওয়া হয়েছে। আশা করি আপনারা লিংক গুলো পেয়ে আনন্দিত।

আরো পড়ুন: ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম কি?

যদি কোন লিংক error বা 404 দেখায় তাহলে ওয়েবসাইটের হোমপেজে প্রবেশ করবেন। অনেক সময় ওয়েবসাইটের বিভিন্ন কাজ পেজ আপডেট করার সময় লিঙ্ক চেঞ্জ করে দেওয়া হয় পরবর্তীতে সেই লিংক error বা 404 দেখায়।

Fulbright Scholarship Website Link
Fulbright Scholar Program Website Link
Hubert H. Humphrey Fellowship Website Link
Stanford University Scholarship Website Link
Yale University Scholarship Website Link
Bill Gates Scholarship Website Link
Hansen Leadership Institute Program Website Link
University of New Haven Scholarship Website Link
AAUW International Fellowship Website Link
Boston University Scholarship Website Link
Harvard University Scholarship Website Link
Google Scholarship Website Link
Georgia State University Scholarship Website Link
Upg Leadership Program Website Link

হাতে সময় নিয়ে কোন এক সময় আর আই টি ফার্মের (R it firm) এই পেজে এসে একটা একটা করে লিংকে প্রবেশ করুন এবং আপনার কাঙ্খিত ফুল ফ্রী স্কলারশিপ নির্বাচন করে নিয়ম কানুন মেনে এপ্লাই করুন আপনিও সিলেক্ট হয়ে যেতে পারেন।

এখানে ১৫ টা আলাদা আলাদা ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে এবং প্রতিটা লিংকে প্রবেশ করে আপনি এমন কিছু অপারচুনিটি দেখতে পাবেন যা আপনি চাচ্ছেন। অথবা একটু কষ্ট করে তাদের মেনু বার, ফুটার এরিয়া, সাইবার ইত্যাদি জায়গা থেকে দেখে নিন।

আপনি যখন বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ায় চিন্তা করছেন তখন থেকে প্রতিটা কাজে আপনাকে সৃজনশীলতা কাজে লাগাতে হবে।

আরো পড়ুন: পড়ালেখা কে আবিষ্কার করেছে?

বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ পাওয়ার জন্য গাইডলাইন

আপনি বিদেশে পড়তে যাওয়ার আগে শুরু থেকে এডমিশন কনফার্ম পর্যন্ত একটি সুন্দর প্ল্যান পরিকল্পনা তৈরি করে নিতে হবে। যে কাজের সঠিক পরিকল্পনা তৈরি করা হয় সে কাজে সফল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সেজন্য কোথায় ভর্তি হবেন, ভাষা দক্ষতা, স্টেটমেন্ট অফ পারপাস, প্রকাশনা ও এক্সট্রা কারিকুলার এক্টভিটিস ইত্যাদি বিষয় জেনে বুঝে পরিকল্পনা নিন।

উপসংহার - শেষ কথা

এই আর্টিকেলটিতে রয়েছে বিদেশে ফুল ফ্রি স্কলারশিপ সেরা ২৭ টি আবেদন করার ওয়েবসাইট লিংক এবং সঠিক গাইডলাইন। স্কলারশিপ সম্পর্কে আরো বিস্তারিত অন্যান্য বিষয়গুলো জানতে সার্চ বার অথবা মেনু বারে ক্লিক করে স্কলারশিপ অপশন থেকে জেনে নিন।

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন 👇🏼 (Share it)

Before. পূর্বের পোস্ট দেখুন After. পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url