কটন কাপড় চেনার ৭ টি উপায় - কটন কাপড়ের বৈশিষ্ট্য
কটন কাপড় সাধারণত একটি আরামদায়ক কাপড়। কটন কাপড়টির দাম যেমন বেশি তেমনি আরামদায়ক। সাধারণত আমরা বাজারে গিয়ে পিওর কটন কাপড় বুঝতে বা চিনতে পারিনা। যার ফলে আমরা অনেক ক্ষেত্রে কাপড় কিনতে গিয়ে ঠকে যায়। সেজন্য আমাদের কটন কাপড় চেনার উপায় গুলো সম্পর্কে ধারণা থাকা জরুরী।
কটন কাপড় সম্পর্কে ধারণা থাকলে কটন কাপড় কিনতে কোন সমস্যায় পড়তে হবে না। সেজন্য নিচের কটন কাপড় চেনার উপায় পয়েন্টগুলো দেওয়া হয়েছে আশা করি সমস্ত পয়েন্ট পড়লে সহজেই কটন কাপড় সনাক্ত করতে পারবেন।
নিজের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন👇
সূচিপত্র: কটন কাপড় চেনার উপায়
- কটন কাপড় চেনার উপায়
- কটন কাপড় কেমন?
- কটন কাপড়ের প্রকারভেদ
- কটন কাপড় চেনার উপায় - কটন কাপড়ের বৈশিষ্ট্য
- কটন কাপড়ের চাহিদা
- উপসংহার
কটন কাপড় চেনার উপায়
কটন কাপড় চেনা কঠিন কোন কাজ নয়। একটু বুদ্ধি করে চিন্তা করলেই আসল কটন কাপড়না আপনারা চিনতে পারাবেন খুব সহজেই। কটন কাপড় প্রাকৃতিক উদ্ভিদ হতে তৈরি। যার কারণে মানুষেরা তুলা বৃক্ষ বলে থাকে। এ কাপড় হবে নরম এবং পানিতে ভিজালে কুচকে যাবে। পড়লে আরামদায়ক এবং স্বস্তিবোধ করা যায়।
এমনকি গরমকালে এসব কাপড় পরলে খুব আরাম পাওয়া যায়। বেশিরভাগ মানুষই এসব কাপড় পড়ে থাকে। এই কাপড় পানি ধারণ ক্ষমতা স্বাভাবিক। বিক্রেতারা বিক্রির স্বার্থে যেকোনো কাপড়কে কটন কাপড় বলে বিক্রি করে। তাই জন্য আমাদের কটন কাপড় চেনা খুব প্রয়োজন।
কটন কাপড় কেমন?
কটন কাপড় আসলে একটি ভালো এবং উন্নত মানের কাপড়। এ কাপড় বাজারে খুব প্রচলিত, তেমনই এ কাপড়ের চাহিদা অনেক বেশি। তবে বাজারে বিভিন্ন রকমের কটন কাপড় বিক্রি করা হয়। আর এ কাপড় কেনার সময় অর্থ সাশ্রয়ের জন্য যদি আমরা ভালো কাপড়টা না কিনে তাহলে সেটা একান্তই নিজের বিষয়।
আরো পড়ুন: প্রতিদিন কয়টি চুল গজায়?
তবে দাম যেটার বেশি হবে সে জিনিসটি ভালো হবে। কিছু কিছু ক্ষেত্রে বিক্রেতারা ক্রেতাদের ঠকায়, ক্রেতাদের কাছে দাম বেশি নিয়ে ভালো মানের কাপড় দেয় না। তবে কটন কাপড় অনেক ভালো কাপড়। আপনারা যারা কটন কাপড় ব্যবহার করেন তারা তো জানেন আর যারা ব্যবহার করেন না তারা ব্যবহার করে দেখুন অনেক ভালো লাগবে। এবার আমরা জানবো কটন কাপড়ের প্রকারভেদ👇
কটন কাপড়ের প্রকারভেদ
কটন কাপড় বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এই প্রকারভেদ গুলো জানা থাকলে অবশ্যই কাপড় কিনতে গিয়ে খারাপ কোন অবস্থায় পড়তে হবে না। কাপড় সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ । নিচে কিছু কটন কাপড়ের প্রকার দেওয়া হল :
লাইট টেস্ট : কাপড়টিকে লাইটের সামনে ধরতে হবে। লাইটের সামনে ধরার সময় যদি লাইটের আলো কাপড় ভেদ করে বাইরে প্রবেশ করে তবে বুঝতে হবে কাপড়টি স্বচ্ছ। তবে এক্ষেত্রে লাইটের স্বচ্ছতা পিওর কটন কাপড়ের বৈশিষ্ট্য নয়।
ইউনিফর্মিটি টেস্ট: একথা সত্য যে আমরা জানি তুলার এক প্রকার ফাইবার। যা দিয়ে কটন কাপড়কে স্পিনিং প্রক্রিয়ায় ইয়ান তৈরি হয়। আর এই ইয়ন গুলিকে কাজে লাগিয়ে বুননের মাধ্যমে এই কটন কাপড় তৈরি করা যায়। এ বুননের ক্ষেত্রে অবশ্য সাদৃশ্য থাকতে হবে। এতে করে কেনার সময় কাপড়ের এই মিলগুলো পাওয়া যায়।
আরো পড়ুন: ইসলামিক বোরকা ১২ টা ডিজাইন
বান টেস্ট: কটন কাপড় চেনার ক্ষেত্রে এ বান টেস্ট বা নিশ্চিতকরণ পরীক্ষাটি খুবই উপকারী। এ পরীক্ষার জন্য কাপড়ের কিছু অংশ আগুনের মধ্যে রাখতে হবে। এতে করে যদি কটন কাপড় হয় তাহলে কাপড়ের কিছু অংশ পোড়ালে কাপড়ের গন্ধ মনে হবে কাগজের মত। কারণ কটন কাপড় যেহেতু ফাইবার বা আশ দিয়ে তৈরি। আবার কাপড়ের কিছু অংশ ছাই এর মত হয়ে যাবে। যদি এগুলো না হয় তবে বুঝতে হবে যে কটন কাপড় নয়।
উপরের, নিয়মগুলো জানতেও বুঝতে পারলে আসল কটন কাপড় ও পিওর কটন কাপড় পাওয়া যাবে।
কটন কাপড় চেনার উপায় - কটন কাপড়ের বৈশিষ্ট্য
আমাদের শুধু কাপড় কিনলেই হবে না। কাপড়ের বৈশিষ্ট্য জানাও জরুরী এ কাপড়ের কিছু বৈশিষ্ট্য নিচে দেওয়া হল :
- কাপড় যেহেতু তুলা রাশ বা ফাইবার দিয়ে তৈরি সেহেতু এটি নরম এবং পরার সময় আরাম বোধ হয়।
- এ কাপড় টা একটু মোটা হওয়ায় একটু শুকাতে সময়ের প্রয়োজন পড়ে।
- এ কাপড়ের পানি শোষণ ক্ষমতা বেশি।
- কটন কাপড় পানিতে ধোয়ার সময় ভাজ বা কুঁচকে যায় ।
- কটন কাপড় অনেকক্ষণ যাবৎ যদি রৌদ্রের তাপে শুকাতে দেওয়া হয় তবে এ কাপড়ের গুনাগুন মান সহজে নষ্ট হয়ে যায়।
- তারপর পরিধান করলে শরীরের ভেতর বাতাসের আসা যাওয়া ভালোভাবে হয়। আমাদের দেশে গ্রীষ্মকালে যেহেতু খুব গরম পড়ে সেহেতু বেশিরভাগ মানুষজন এই কটন কাপড় পরে থাকে।
- কটন কাপড়টি অনেকটাই টেকসই হয়ে থাকে।
এসব বৈশিষ্ট্য গুলো জানার সাথে সাথে আরও কিছু বিষয় আপনার জামার প্রয়োজন। এগুলো সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে আপনি আরো ভালো ভাবে কটন কাপড় রিসার্চ করতে পারবেন। চলুন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
কটন কাপড়ের চাহিদা
বাজারে মূলত কটন কাপড়ে চাহিদা অনেক বেশি। আমাদের দেশের মানুষেরা এ কাপড় পড়তে অনেক স্বাচ্ছন্দ বোধ করে। তাই বাজারে ব্যাপক পরিমানে এ কাপড় বিক্রি হয়ে থাকে। এটা স্বাভাবিক কিন্তু বাজারে কিছু অসাধু ব্যবসায়ী মানুষকে ঠকিয়ে যাচ্ছে। যেকোনো ধরনের কাপড় কে কটন কাপড় বলে বিক্রি করছে।
আরো পড়ুন: প্রতিদিন মুখের যত্ন
আর এমনটা করলে বাজারে একসময় কটন কাপড়ে চাহিদা কমে যাবে। এসব পরিহার করতে হবে।বাজারে দ্রব্যমূল্যের ব্যবস্থা যদি এরকম হয়ে থাকে তবে আমাদের এক সময় আমাদের বিশ্বস্ততা হারিয়ে যাবে। কটন কাপড় চিনতে ও জানতে হলে আমাদের উপরের বৈশিষ্ট্য গুলো জানতে হবে এবং কটন কাপড় চেনার উপায় - কটন কাপড়ের বৈশিষ্ট্যগুলো জেনে আপনারা সঠিক পিওর কটন কাপড় শনাক্ত করতে পারবেন। আমরা সকলেই সততার সাথে কটন কাপড় ক্রয় বিক্রয় করলে বাজারে কটন কাপড়ের চাহিদা অনেকটাই বৃদ্ধি পাবে।
উপসংহার
আমরা যেহেতু সব সময় চায় যে ভালো কাপড়। তাই কটন কাপড় আমাদের পরিধানে খুবই আরাম বোধক একটি কাপড়। এ কাপড় কে চেনা টাও তেমনি খুব জরুরী।
তাই আমাদের পিওর কটন কাপড় পাওয়ার জন্য উপরে বর্ণিত কটন কাপড় চেনার উপায় ও কটন কাপড়ের বৈশিষ্ট্য কিছু পদক্ষেপ দেওয়া আছে। আর একথা সত্য যে আসলে কটন কাপড়ের সর্বাপেক্ষা গুনগত মান ভালো।
ধন্যবাদ-Thanks
আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url